Advertisement
Advertisement
WHO

৩ কফ সিরাপেই লুকিয়ে বিপদ! শিশুমৃত্যুর জেরে এবার সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিপজ্জনক এই ওষুধ নজরে পড়লেই রিপোর্ট করতে বলা হয়েছে।

WHO issues alert against substandard oral cough syrups in India
Published by: Amit Kumar Das
  • Posted:October 14, 2025 12:23 pm
  • Updated:October 14, 2025 2:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কফ সিরাপের জেরে ভারতে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ভারতে তৈরি তিনটি সংস্থার কফ সিরাপের বিরুদ্ধে জারি করা হয়েছে সতর্কবার্তা। এই তালিকায় রয়েছে ‘ঘাতক’ কফ সিরাফ ‘কোল্ডরিফ’। যার জেরে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এছাড়া তালিকায় রয়েছে রেসপিফ্রেশ টিআর ও রিলাইফ।

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর ও রিলাইফ এই ৩টি কফ সিরাপ প্রস্তুতকারী সংস্থা হল শ্রীসান ফার্মাসিউটিক্যালস, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এবং শেপ ফার্মা। নিম্নমানের এই কফ সিরাপগুলি শিশুদের জন্য মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। দেশের কোথাও যদি এই সিরাপগুলি দেখা যায়, তাহলে তা অবিলম্বে স্বাস্থ্য সংস্থাগুলিকে জানানোর নির্দেশ দিয়েছে WHO। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, এই ওষুধগুলি অত্যন্ত বিপজ্জনক, এবং এগুলি শিশুদের প্রাণহানীর কারণ হতে পারে।

এদিকে দেশের স্বাস্থ্য সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) WHO-কে জানিয়েছে, গত সপ্তাহে এই সিরাপ খাওয়ার কারণে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স ৫ বছরের কম। CDSCO হু-কে আশ্বস্ত করে জানিয়েছে, বিপজ্জনক এই সিরাপগুলি ভারত থেকে কোথাও রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একের পর এক শিশুমৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আইনজীবী বিশাল তিওয়ারি এই মামলাটি দায়ের করেছেন। তাঁর মূল দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ