সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। মঙ্গলবার অধিবেশন চলাকালীন কড়া সুরে ডেপুটি চেয়ারম্যানের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘সংসদ আপনি চালাচ্ছেন নাকি অমিত শাহ?’ বিরোধী দলনেতার এহেন প্রশ্নের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল সংসদ।
মঙ্গলবার সংসদ অধিবেশন শুরু হওয়ার পর ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর ইস্যুতে চরম বিশৃঙ্খলা শুরু হয় সংসদে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখতে হয়। বিরোধীদের তরফে আবেদন জানানো হয় এসআইআর বন্ধ করার জন্য। তবে সে দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি রাজ্যসভার তরফে। পাশাপাশি রাজ্যসভায় সিআইএসএফ মোতায়েন নিয়েও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এহেন পরিস্থিতিতে ক্ষুব্ধ খাড়গে ডেপুটি চেয়ারম্যানের উদ্দেশে বলেন, “আমাদের পুরনো নেতারাও স্বীকার করে নিয়েছেন বিশৃঙ্খলাও গণতন্ত্রের একটি অংশ। কিন্তু আজ আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, যে এই সংসদ কে চালাচ্ছেন? আপনি নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?” পালটা জবাবে সিং বলেন, “আপনার এই মন্তব্য ভিত্তিহীন ও মিথ্যা। এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করে।”
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুরু হয়েছে এসআইআর। যার জেরে মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যারপরনাই ক্ষুব্ধ বিরোধী শিবির। সেই ইস্যুতে বিতর্কের মাঝেই এদিন রাজ্যসভায় সিআইএসএফ (CISF) মোতায়েন নিয়ে সরব হয় বিরোধীরা। খাড়গে আগেই ডেপুটি চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিরোধী দলের প্রতিবাদের সময় সিআইএসএফকে ওয়েলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যা গণতন্ত্রের বিরোধী। মঙ্গলবার সংসদে খাড়গের তরফে এই প্রশ্ন তোলা হলে হরিবংশ জানান, ”কোনও সিআইএসএফ কর্মী রাজ্যসভার ভিতরে ছিল না। শুধুমাত্র মার্শালরা ভিতরে প্রবেশের অধিকারী।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.