Advertisement
Advertisement
GST Rate

তামাকজাত দ্রব্যে ৪০ শতাংশ জিএসটি, তবে এখনই বাড়ছে না ‘পাপ পণ্য’ সিগারেট-গুটখার দাম, কেন?

কোন কোন পণ্যকে 'পাপ পণ্য' বলে দেগে দিচ্ছে মোদি সরকার?

why 40 percent GST rate on sin products

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 4, 2025 4:54 pm
  • Updated:September 4, 2025 4:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি কাঠামোতে বড় বদল এনেছে কেন্দ্র। আগেই জানা গিয়েছিল এই খবর। বুধবারের বৈঠকে নতুন কাঠামোতে সিলমোহর দিয়েছে কাউন্সিল। জিএসটি স্ল্যাব কমানোর পাশাপাশি যে খবর সকলের নজর কেড়েছে তা হল ‘সিন প্রডাক্ট’ অর্থাৎ ‘পাপ পণ্যে’ জিএসটি বৃদ্ধি। আগামিদিনে ৪০ শতাংশ জিএসটি লাগু হবে এই  ‘পাপ পণ্যে’। কিন্তু কী এই ‘পাপ পণ্য’?

Advertisement

জানা গিয়েছে ‘পাপ পণ্যে’র উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করবে সরকার। জিএসটি-র নতুন কাঠামোয় এগুলিই হতে চলেছে সবথেকে দামি পণ্য। সমাজ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সব পণ্যকে এই তালিকায় রাখা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, তামাক, গুটখা, পান মশলা, মদ এবং কোল্ডড্রিঙ্কের মত সামগ্রী।

কিন্তু এই বিশেষ ট্যাক্স কেন চাপানো হচ্ছে? সেই প্রসঙ্গে বলা হয়েছে, আগে ২৮ শতাংশ করের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ সেস ধার্য করা হত। এর ফলে মোট ট্যাক্সের পরিমাণ হত ৫৩ শতাংশ। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এই ক্ষতিপূরণ সেস বাতিল করা হবে। কিন্তু রাজস্ব ক্ষতি যাতে না হয়, সেজন্য এগুলির উপর ৪০ শতাংশ জিএসটি চাপানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য এবং সমাজের উপরে ক্ষতিকর প্রভাব রয়েছে এমন দ্রব্যের ব্যবহার কমানোর জন্যও এর উপরে অতিরিক্ত মাত্রায় কর চাপানোর কথা ভাবা হচ্ছে।  তবে পুরোটাই কার্যকর হবে ২০২৬ সালের মার্চ মাসের পর। যার অর্থ এখনই সিগারেট বা তামাকজাত পণ্যের দাম বাড়ছে না। 

বিশ্বজুড়ে বহু দেশের সরকার জনকল্যাণের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির জন্য এই ধরণের পণ্যের উপরে বেশি কর আরোপ করে। ভারতে এই ক্ষতিকারক পণ্যগুলির উপরে ধারাবাহিকভাবে সর্বোচ্চ জিএসটি আরোপ করা হয়েছে। সূত্রের খবর, এবার থেকে জিএসটিতে কেবল ৫ শতাংশ এবং ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হল। অন্তত ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অনুমান। ৩৩টি জীবনদায়ী ওষুধের জিএসটি শূন্যে নামিয়ে আনা হয়েছে। জিএসটি কমেছে চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্যের। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ