সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশনে চলছে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে প্রশ্ন তুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। কড়ায় ভাষায় মোদী-শাহকে বিঁধে প্রশ্ন তুললেন, “এতবড় সুযোগ সামনে থাকার পরও কেন তা হাতছাড়া করলাম, পাক অধিকৃত কাশ্মীর নিলাম না কেন?” মোদিকে ট্রাম্পের ভাঁড় বলে কটাক্ষ করেন তিনি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। মঙ্গলবারে আলোচনায় বলতে উঠে সায়নী সেনার সাফল্যের প্রশংসা করেন। কিন্তু মোদি-শাহের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। সায়নী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বিভিন্ন সভা,অনুষ্ঠানে দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতে অংশ। আমাদের সামনে এতবড় সুযোগ থাকলেও কেন তা হাতছাড়া করলাম?” তিনি আরও বলেন, “আমরা পাকিস্তানের বিরুদ্ধে ইটের জবাব ইটে দিয়েছি। দেশবাসী পাথর দিয়ে জবাব দেওয়া কথা আশা করেছিল।”
সায়নী পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি কথা তুলে বলেন, “এই রমক কত দিন চলবে? ওরা আমাদের উপর হামলা করবে, তারপর আমরা মারব। জীবনহানী হবে, এই রকম চলতেই থাকবে না কি?” সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, যুদ্ধ সমক্ষমতাশালীদের মধ্যে হয়। সেই রেশ ধরে যাদবপুরের সাংসদ বলেন, “ভগবান রাম ও রাবণ কি এক ছিলেন? ধর্মের উপর অধর্মের, ন্যায়ের উপর অন্যায়ের কথা হয়।” পাশাপাশি, তিনি জানান, কেউ যুদ্ধ চায় না। সকলে শান্তি চায়। কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছিল।
পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নে ওঠে তাহলে কি ট্রাম্পের কথায় মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন? তা নিয়েও মোদিকে কটাক্ষ করেন সায়নী জানান, “যুদ্ধ তো জিতেছেন কিন্তু ন্যারেটিভ তৈরি করতে পারেননি। অন্য দেশগুলোকে বোঝানো যায়নি অধর্মের উপর ধর্মের জয় হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.