নন্দিতা রায়, নয়াদিল্লি: এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এখনও এফআইআর দায়ের নয় কেন? প্রশ্ন তুললে আইন সংক্রান্ত সংসদীয় কমিটি।
মঙ্গলবার আইন বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক বসেছিল। বৈঠকের আলোচ্যসূচিতে না থাকলেও কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার বিজেপি সাংসদ ব্রিজলালের অনুমতিতে এদিন দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, সেই বিষয়ে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
বিচারপতি বর্মার বিরুদ্ধে কেন এফআইআর করা হয়নি? সে কথা কেন্দ্রীয় আইন মন্ত্রকের সচিবের কাছে জানতে চান কল্যাণ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার করে অভিযোগ দায়ের করা হয়েছিল কিনা সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, বৈঠকে বিচারপতি বর্মার প্রসঙ্গে আলোচনার সময়েই, কমিটির সদস্য তথা তৃণমূলের আরেক লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তীও বিচারকদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, “বিচারপতিদের কলমের এক আঁচড়ে দুর্নীতির অভিযোগে ২০ হাজারেরও বেশি শিক্ষকের চাকরি চলে যাচ্ছে অথচ বিচারপতিরা কোনও দুর্নীতি করলে কেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না?
সূত্রের খবর, এদিনের বৈঠকে আইন সচিব কোনও প্রশ্নের উত্তরই সেভাবে দিতে না পারায়, ব্রিজলাল তাঁকে ১৫ দিন সময় দিয়েছেন এবং কমিটির আগামী বৈঠকে সমস্ত প্রশ্নের জবাব তৈরি করেই আসতে বলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.