Advertisement
Advertisement
Sonam Wangchuck

‘৫ বছরের আন্দোলন অশান্ত হল কেন?’ লাদাখে বিক্ষোভ শুরু হতেই প্রশ্ন সোনমের

ইতিমধ্যেই অনশন স্থগিত করেছেন সোনম।

Why protest in Ladakh transformed into violence, questioned Sonam Wangchuck
Published by: Subhodeep Mullick
  • Posted:September 25, 2025 10:26 am
  • Updated:September 25, 2025 10:27 am   

সোমনাথ রায়, নয়াদিল্লি: জেন জি নয়, বলুন যুব সম্প্রদায়…বক্তার নাম সোনম ওয়াংচুক। দেশ, বলা ভালো বিশ্বের জেন জি, সম্প্রদায়ের কাছে যাঁর আরেক পরিচয়, থুড়ি, যুব বাস্তবের র‍্যাঙ্কো।

Advertisement

লাদাখের অগ্নিগর্ভ পরিস্থিতিকে সবাই যেখানে কেন্দ্রের বিরুদ্ধে জেন জি-র প্রতিবাদ আখ্যা দিচ্ছেন, তখন কেন হঠাৎ এই মন্তব্য সোনমের? আসলে নেপাল কাণ্ডের পর জেন জি শব্দবন্ধটির গায়ে লেগে গিয়েছে এক নেতিবাচক দাগ। যারা প্রতিবাদের নামে হিংসা করে। সরকার বদল করে। দেওয়ার ক্ষমতা রাখে। নিজের এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে কোনওভাবেই যেন শাসকের রক্তচক্ষুর সামনে পড়তে না হয়, সেই কারণেই তাঁদের যথাসম্ভব আড়াল চেষ্টা করছেন সোনম স্যর।

সরাসরি না বললেও ঘুরিয়ে সোনম যা বললেন, তাতে এদিনের রক্তক্ষয়ী আন্দোলনের পিছনে তিনি ষড়যন্ত্রের বিষয়ও উড়িয়ে দিলেন না। বলছিলেন, “প্রথমেই বুঝতে হবে গত পাঁচ বছর ধরে চলে আসা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, কেন হঠাৎ করে অশান্ত হল? বুধবার ছিল আমাদের অনশনের ১৫তম দিন। ২০ তারিখ নাগাদ প্রশাসন বলে ৫ অক্টোবর হবে বৈঠক। তার মানে তারা চাইছিল ততদিন পর্যন্ত অনশন করতে করতে প্রাণ হারাক লাদাখবাসী। ইচ্ছাকৃতভাবে এত দেরিতে বৈঠকের জন্য ক্ষিপ্ত হচ্ছিলেন সাধারণ লাদাখবাসী। তার উপর গত কয়েকদিন ধরেই আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, আমরা শুনতে পাচ্ছি যুব সম্প্রদায় উত্তপ্ত হচ্ছে। তবু ওরা কোনও সতর্কতামূলক পদক্ষেপ নেয়নি। উল্টে আমাদের কাছে খবর আছে, অনেকেই যুবদের উস্কানি দিচ্ছিল।”

এদিন সকালের ঘটনার পর লাগাতার চলে আসা অনশন স্থগিত করেছেন সোনম। আন্দোলনকারীদের শান্ত হওয়ার আবেদনও করেছেন। তাঁর বক্তব্য, এভাবে মাথা গরম করলে দীর্ঘদিনের লড়াই ব্যর্থ হয়ে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ