Advertisement
Advertisement

Breaking News

Kerala high court

স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে তাড়ানো যায় না বধূকে, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

শ্বশুরবাড়ির আবেদন খারিজ আদালতের।

wife cannot be thrown out of her in-laws' house after her husband's death says kerala high court
Published by: Subhankar Patra
  • Posted:June 4, 2025 7:25 pm
  • Updated:June 4, 2025 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর মৃত্যুর পর স্ত্রী ও সন্তানদের ঢুকতে বাধা দিচ্ছিল শ্বশুরবাড়ির সদস্যরা। হাই কোর্টে মামলা দায়ের করেন মহিলা। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে বের করে দেওয়া যায় না। অন্য কোনও জায়গায় তাঁর থাকার জায়গা থাকলেও তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দিতে পারেন না শ্বশুরবাড়ির সদস্যরা।

Advertisement

ঘটনাটি কেরলের। ২০০৯ সালে মহিলার স্বামী মারা যান। তারপর থেকেই তাঁকে ও সন্তানদের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সঙ্গে নানা ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মহিলা। স্থানীয় আদালতে মামলা করেন ৪১ বয়সি মহিলা। আদালতে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা জানান, পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই বধূর। তাছাড়া তাঁর আলাদা থাকার জায়গা আছে। সেই সম্পতির মালিক তিনি। স্থানীয় আদালত মহিলার বিপক্ষে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন মহিলা।

হাই কোর্টে মামলাটি ওঠে বিচারপতি এম বি স্নেহলতার এজলাসে। সওয়াল-জবাব শুনে বিচারপতির পর্যবেক্ষণ, স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। সেই বাড়িতে থাকার অধিকার তাঁর অন্য কোথাও সম্পত্তি আছে কি না, তার উপরও নির্ভর করে না। মহিলাদের আশ্রয়ের সুরক্ষার দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের একটি মামলার কথাও উল্লেখ করেন বিচারপতি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement