Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

পর পর ৩৬ বার কোপ! স্বামীকে নৃশংসভাবে খুনের অভিযোগ কিশোরী স্ত্রীর বিরুদ্ধে

গ্রেপ্তার নাবালক-সহ চার।

Wife killed husband in Madhya Pradesh, Shows body to her lover
Published by: Subhankar Patra
  • Posted:April 18, 2025 2:04 pm
  • Updated:April 18, 2025 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ারের ভাঙা বোতল দিয়ে স্বামীকে ৩৬ বার কোপানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুরে। শুধু তাই নয়, খুনের পর নাকি ভিডিও কলে প্রেমিককে স্বামীর ক্ষত-বিক্ষত দেহও দেখিয়েছে কিশোরী স্ত্রী। গোটা ঘটনা ঘটনায় পুলিশ এক নাবালক- সহ চারজনকে গ্রেপ্তার করেছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল। চার মাস আগে বছর পঁচিশেকের ওই যুবকের সঙ্গে ১৭ বছর বয়সি এক কিশোরীর বিয়ে হয়। কিন্তু সে যুবরাজ নামে অন্য একটি যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল বলেই দাবি। অভিযোগ, প্রেমিকের সঙ্গে মিলেই সে রাহুলকে খুনের পরিকল্পনা করেছিল। এই ঘটনায় নাম জড়িয়েছে যুবরাজের দুই বন্ধুরও। বর্তমানে প্রত্যেকেই পুলিশ হেফাজতে। চলছে জিজ্ঞাসাবাদ।

পুলিস সূত্রে দাবি, কয়েকদিন আগে রাতে  রাহুলের সঙ্গে অভিযুক্ত কিশোরী বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময়ে রাস্তায় জুতো পড়ে যাওয়ার অজুহাতে রাহুলকে সে বাইক থামাতে বলে। রাহুল বাইক থামাতেই আচমকা তাঁর উপর দুই যুবক চড়াও হয়। এরপরই তাঁকে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে গিয়ে বিয়ারের ভাঙা বোতল দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। এরপরই কিশোরী তার প্রেমিককে ফোন করে রাহুলের ক্ষত-বিক্ষত দেহ দেখায়।

রাহুল বা তাঁর স্ত্রীর খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় রাহুলের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। গত রবিবার জাতীয় সড়কের ধারের একটি ক্ষেত থেকে রাহুলের দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই তাদের সন্দেহ হয় কিশোরী স্ত্রীর উপর। তাঁর খোজে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে চার অভিযুক্তই পুলিশের জালে ধরা পড়ে।  

বুরহানপুরের এসপি দেবেন্দ্র পাতিদার জানিয়েছেন, রাহুলের দেহ তাঁর পরিবারের লোকজন শনাক্ত করেছে। পাশাপাশি, পুলিশি জেরায় চার অভিযুক্তই খুনের কথা স্বীকার করে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁদের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement