Advertisement
Advertisement
Nagpur

নাগপুরে শয্যাশায়ী স্বামীকে শ্বাসরোধ করে ‘খুন’, পুলিশের জালে গুণধর প্রেমিক ও স্ত্রী

এমন ঘটনায় হতবাক স্থানীয়রাও।

Wife pins down bedridden husband, lover smothered him to death in Nagpur

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 7, 2025 9:47 am
  • Updated:July 7, 2025 9:47 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। সেই সুযোগে স্থানীয় এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় স্ত্রীর। সেই প্রেমিকের সাহায্যে পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে শ্বাসরোধ করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

এলাকায় এমন ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন স্থানীয়রাও। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি দিশা রামটেক এবং তাঁর প্রেমিক ২৮ বছর বয়সি রাজাবাবু টায়ারওয়ালা ওরফে আসিফ মিলে প্রায় একবছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ৩৮ বছরের চন্দ্রসেন রামটেককে খুন করে। বর্তমানে দিশা ও চন্দ্রসেনের তিন সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, চন্দ্রসেন অসুস্থ থাকার সময় দিশা ও আসিফের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরে সেই সম্পর্কের কথা জানতে পারেন চন্দ্রসেন। সেই সময় এই বিষয় নিয়ে দিশার সঙ্গে তাঁর ঝামেলাও হয়। এরপরেই চন্দ্রসেনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য দিশা ও তাঁর প্রেমিক আসিফ মিলে ঠান্ডা মাথায় একটি পরিকল্পনা করেন। এরপরেই গত শুক্রবার দিশা তাঁর স্বামীর হাত চেপে ধরলে চন্দ্রসেনের মুখে বালিশ চাপা দেন আসিফ। এতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রসেনের। এই ঘটার পর দিশা দাবি করেছিল, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে মৃত্যু হয়েছে চন্দ্রসেনের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ঘটনার মোড় ঘুরে যায়। এরপরই দিশাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সময় খুনের অভিযোগ স্বীকার করে নেন দিশা। দিশাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর প্রেমিক আসিফকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ