সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মা কমলতাই আর গাভাই আগামী সপ্তাহে মহারাষ্ট্রের অমরাবতীতে বিজয়াদশমী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। গতকাল এমনটাই জানা গিয়েছিল। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আমন্ত্রণ ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল গাভাইয়ের মায়ের। যদিও এই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী ৫ অক্টোবরের সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ওই অনুষ্ঠানে হওয়ার কথা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৫ অক্টোবরের অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অমরাবতীর শ্রী দাদাসাহেব গওয়াই চ্যারিটেবল ট্রাস্টের প্রধান কমলতাই। তিনি গেরুয়া শিবিরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রবীণ আরএসএস নেতা জে. নন্দকুমার। আরএসএসের অনুষ্ঠানে বিচারব্যবস্থার সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির মা হিসেবে কমলতাইয়ের আমন্ত্রণ গ্রহণ নিয়ে উঠছে প্রশ্ন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আরএসএসের অনুষ্ঠানে প্রধান বিচারপতির মায়ের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হতে বাড়িতে যোগাযোগ করে। যদিও কমলতাই গাভাই বাড়িতে নেই বলেই জানা গিয়েছে। ফোনও সুইচড অফ রয়েছে। তবে কমলতাই গাভাইয়ের আপ্তসহায়ক অমরাবতী জানিয়েছেন, বিচারপতির মা কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। অংশগ্রহণও করবেন না। যদিও এর আগে আরএসএস সূত্রে জানা গিয়েছিল, কমলতাইয়ের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও ছাপা হয়ে গিয়েছিল। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক হতেই তারা পিছু হটে। এই বিষয়ে অবশ্য গেরুয়া শিবির কিংবা কমলতাই গাভাইয়ের তরফে সরাসরি কোনও বিবৃতি দেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.