Advertisement
Advertisement

Breaking News

সেনা অফিসারদের বদলি রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি সহধর্মিণীদের

প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

Wives of ‘wronged’ Army officers move PMO, defence minister
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2017 8:00 am
  • Updated:October 1, 2017 8:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা সেনাবাহিনীতে চাকরি করেন। তবে তথাকথিত সেনা নন, যুদ্ধক্ষেত্রে যেতে হয় না। এমনই শতাধিক অফিসারকে রণাঙ্গনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে ওই সমস্ত আধিকারিকরা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। এই লড়াইয়ে স্বামীদের পাশে দাঁড়িয়েছেন তাদের সহধর্মিণীরা। বিহিত চেয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীকে তাঁরা চিঠি লিখেছেন। আবেগ মেশানো সেই চিঠিতে তাঁদের বক্তব্য, স্বামীদের সঙ্গে অবিচার হচ্ছে। একটু দেখুন।

Advertisement

[নেতাজির একদা শিষ্যা এখন দেশের শ্রেষ্ঠ ট্যুরিস্ট গাইড]

অঞ্জলি প্রিয়ার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন। তাঁর প্রশ্ন, এ ধরনের নির্দেশিকার জন্য স্বামীকে হারালে দায় কে নেবে? নিজের অবস্থানের যুক্তি দিয়ে চিঠি লিখেছেন সেনা অফিসার পত্নী। তিনি আশাবাদী যে, এতেই ফল মিলবে। অঞ্জলিদেবীর বক্তব্য, নন-কমব্যাটান্ট গোত্র হিসাবে যাদের ধরা হয় তাঁরা বেশ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এদের জন্য একেবারে বিভাজন নীতি। নন-কমব্যাটান্টদের পদোন্নতির রাস্তাও কার্যত বন্ধ। প্রোমোশন পেতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। সম্প্রতি এক নন-কমব্যাটান্ট অফিসার জঙ্গিদের হাতে মারা যান। তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হয়। এই নিয়েও ক্ষুব্ধ সেনা অফিসারদের সহধর্মিণীরা। তাঁদের বক্তব্য, শত্রুদের সঙ্গে লড়ার জন্য অনেকেই রয়েছেন। কিন্তু তাঁদের সেই জায়গায় না পাঠিয়ে নন-কমব্যাটান্টদের ঠেলে দেওয়া হচ্ছে। তাঁরা বলছেন, মৃত্যুর পর শহিদের মর্যাদা দিয়ে গ্যান স্যালুট হবে। হবে আর্থিক সাহায্যের ঘোষণা। এত কিছুর পর তাঁদের স্বামীদের কেউ কি ফিরিয়ে দেবে? চিঠিতে এমন প্রশ্নও তোলা হয়েছে।

[কোরানেই লেখা মুসলিমদের গোমূত্র পান করা উচিত, রামদেবের মন্তব্যে বিতর্ক]

প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি সেনাপ্রধান বিপিন রাওয়াতকেও নন-কমব্যাটান্টদের স্ত্রীরা চিঠি লিখেছেন। তবে নির্মলা সীতারমণের প্রতি তাঁদের আস্থা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশে সেনা অফিসার পত্নীদের বক্তব্য, বৈষম্য দূর হলে বাহিনীর উন্নতি হবে। গত সপ্তাহে মেজর আমোদ কুমারকে আচমকা সোপিয়ানে রাষ্ট্রীয় রাইফেলসের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন ওই মেজর। সেই মামলা এখনও ঝুলে থাকলেও অফিসারদের স্ত্রীরা বুঝিয়ে দিয়েছেন তারা সহজে পিছু হটতে চান না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement