Advertisement
Advertisement
Uttar Pradesh

মেয়েকে খুন করে প্রেমিকের সঙ্গে পার্টি! ‘স্বামীই খুনি’, ৩৬ ঘণ্টা পর পুলিশে ফোন মহিলার

প্রেমিক খুনের কথা স্বীকার করায় গ্রেপ্তার মা।

Woman allegedly killed daughter, later calls police against husband in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 17, 2025 8:09 pm
  • Updated:July 17, 2025 8:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে খুন করে, একই প্রেমিকের সঙ্গে পার্টি! ৩৬ ঘণ্টার পর পুলিশে ফোন করে স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ। বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ। তদন্তকারীদের বিপথে চালনা করার চেষ্টার অভিযোগ। অবশেষে প্রেমিক খুনের কথা স্বীকার করায় গ্রেপ্তার মা। নৃশংস ঘটনাটি উত্তরপ্রদেশে লখনউয়ের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহরুখ খানের সঙ্গে বিয়ে হয় রোশনি খানের। তাঁদের একটি কন্যাসন্তানও হয়। কিন্তু সম্প্রতি বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রোশনি। ঝামেলা বাড়তে থাকে স্বামীর সঙ্গে। প্রেমিক উদিত জসওয়ালের সঙ্গে আলাদা থাকতে শুরু করেন। তাঁদের সঙ্গেই থাকছিলেন মেয়ে। কিন্তু পথের কাঁটা স্বামী ও বছর ছয়ের কন্যা। পরিকল্পনা করেন তাঁদের সরিয়ে দেওয়ার।

মাঝে মধ্যেই মেয়ের সঙ্গে দেখা করতে যেতেন শাহরুখ। সোমবার রাতেও রোশনির বাড়িতে যান। সেখানে রোশনির সঙ্গে ঝামেলা বাঁধে। রেবিয়ে যান শাহরুখ। সোমবার রাতেই থানায় ফোন করে রোশনি জানান, মেয়েকে খুন করেছেন স্বামী। দেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় স্বামীকে।

কিন্তু কিছু বিষয়ে শুরু থেকে খটকা লাগে তদন্তকারীদের। কারণ, লাশে পচন ধরে ছিল। পোকাও লেগেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর জানা যায়, পুলিশকে খবর দেওয়ার আনুমানিক ৩৬ ঘণ্টা আগে খুন করা হয়েছিল রোশনির মেয়েকে। তাতেই সন্দেহ গাঢ় হয় তদন্তকারীদের।

থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, রোশনি ও তাঁর প্রেমিক উদিতকে। সেখানে রোশনি তদন্তকারীদের বিপথে চালনা করার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু পুলিশের দাবি, জেরায় রোশনির প্রেমিক উদিত স্বীকার করেন,  রোশনি ও তিনি মিলে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করেছেন। তারপর তাঁরা সেখানেই ছিলেন। শাহরুখ ঘটনাস্থলে গেলে পরিকল্পনা মাফিক তাঁকে ফাঁসানোর জন্য পুলিশে ফোন করা হয়।

ঘটনায় অবাক পুলিশকর্তারাও। হেফাজতে নেওয়া হয়েছে রোশনি ও তাঁর প্রেমিককে। ঘটনার তদন্তে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ