সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। ধর্ষণে অভিযুক্ত সংগীতশিল্পীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির কাছে আত্মহুতির চেষ্টা করলেন এক মহিলা। যদিও চরম দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন।
জানা যাচ্ছে, গত ২৪ জুন গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানায় ওই তরুণী অভিযোগ জানিয়েছিলেন, হরিয়ানার সংগীতশিল্পী উত্তরকুমার তাঁকে ধর্ষণ করেছেন। যদিও অভিযোগ পাওয়ার পরেও বিষয়টি নিয়ে চুপ ছিল পুলিশ। প্রায় ২৫ দিন পর হাইকোর্টের নির্দেশের পর অভিযোগ নথিভুক্ত করে পুলিশ। নির্যাতিতা মহিলার দাবি, এরপরও পুলিশের তৎপরতা দেখায়নি। পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ হন মহিলা। প্রতিবাদ জানাতে লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির কাছে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তারক্ষীরা তাঁর পরিকল্পনা ব্যর্থ করে দেন। গৌতমপল্লী পুলিশের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে যে এমনটা ঘটাতে পারে এমন আভাস নিজের সোশাল মিডিয়ায় আগেই দিয়েছিলেন মহিলা। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। সম্প্রতি, পুলিশের সুবিচারের আশায় থানায় গিয়ে যোগীরাজ্যে পুলিশি হেনস্তার শিকার হন বাংলার এক তরুণী! তাঁর অভিযোগ, এফআইআর নথিভুক্ত করা হয়নি। উলটে কাটকা থানার এক আধিকারিক তাঁকে নিগ্রহ করে। এরপর জেলায় পুলিশ সুপার থেকে শুরু মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হলেও সহযোগিতা মেলেনি বলেই দাবি তাঁর। বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন তিনি। বিষয়টা জানামাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত হস্তক্ষেপের কথা বলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.