সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সরকারি হাসপাতালে চিকিৎসক হেনস্থা। এক চিকিৎসককে জুতো ছোড়ার পাশাপাশি তাঁর জামার কলার ধরে মারার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। চিকিৎসককে মারধরের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নিয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনা ঘটে কর্নাটকের চিক্কামাগালুরুরের এক সরকারি হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে গার্হস্থ্য হিংসার জেরে আহত অবস্থায় দুপুর সাড়ে ১২টা নাগাদ জেলা হাসপাতালে আসেন এক মহিলা। সেই সময়েই হাসপাতালে পৌঁছন ওই মহিলার স্বামী। হাসপাতালের মধ্যেই একে অপরের সঙ্গে চিৎকার করে ঝগড়া শুরু করে দুই পক্ষ। এবং থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে মেডিক্যাল রিপোর্ট দাবি করেন চিকিৎসকের কাছে। প্রথমে দুজনকেই শান্ত করার চেষ্টা করেন চিকিৎসকরা। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি গুরুতর আকার নেয়।
ಚಿಕ್ಕಮಗಳೂರು ಜಿಲ್ಲಾಸ್ಪತ್ರೆಯ ಕರ್ತವ್ಯ ನಿರತ ವೈದ್ಯಾಧಿಕಾರಿ, ಡಾಕ್ಟರ್ ವೆಂಕಟೇಶ್ ಅವರ ಮೇಲೆ ಹಲ್ಲೆಯಾದ ಅಮಾನವೀಯ ಘಟನೆ ನಡೆದಿದೆ.
ಸನ್ಮಾನ್ಯ ಗೃಹ ಸಚಿವರಾದ ಇಂತಹ ನೀಚ ಕೃತ್ಯ ಎಸಗಿದವರನ್ನು ಈ ಕೂಡಲೇ ಬಂಧಿಸಿ ವೈದ್ಯಕೀಯ ಸಿಬ್ಬಂದಿಗಳ ರಕ್ಷಣೆಗೆ ಕ್ರಮ ತೆಗೆದುಕೊಳ್ಳಿ. ಅಲೋಕ್ ಮೋಹನ್ ಅವರೇ ತಾವು ಈ…
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP)
এরই মাঝে সকলকে অবাক করে হঠাৎ কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা চালান ওই মহিলা। ডাক্তারকে লক্ষ্য করে জুতো ছোড়ার পাশাপাশি তাঁর কলার ধরে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে প্রতিবাদে নামেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। খবর পেয়ে সেখান উপস্থিত হয় পুলিশ বাহিনী। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
এদিকে চিকিৎসকের উপর হামলার এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কর্নাটকের বিজেপি নেতা সিটি রবি। পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, চিকিৎসকদের উপর এই ধরনের হামলা রুখতে অবিলম্বে সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রতিটি হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আরজি জানান তিনি, যাতে হাসপাতালে নির্ভয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.