Advertisement
Advertisement
Uttar Pradesh

কে ওই মহিলা? প্রশ্ন করতেই স্ত্রীকে রাস্তার মাঝে মার স্বামী ও তাঁর প্রেমিকার! ভিডিও ভাইরাল

পুলিশে অভিযোগ হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Woman catches husband with girlfriend, gets thrashed by them in market in Uttar Pradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 24, 2025 5:48 pm
  • Updated:May 24, 2025 6:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী ও তাঁর প্রেমিকাকে একসঙ্গে দেখে ফেলার পর প্রতিবাদ করে মার খেলেন স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় উত্তর প্রদেশের ঝাঁসিতে এমন ঘটনা ঘটে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

Advertisement

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, শিবম যাদব ও তাঁর প্রেমিকা প্রকাশ্য রাস্তায় শিবমের স্ত্রী মোহিনীকে মারধর করছে। পরে জানা যায়, শিবাজি নগরের বাজার এলাকায় শিবম ও তাঁর প্রেমিকাকে দেখে ফেলেন মোহিনী। এইনিয়ে প্রতিবাদ করতেই মোহিনীকে মারধোর করে শিবম ও তাঁর প্রেমিকা। জখম হন মোহিনী। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনার পরে মোহিনী জানান, স্বামীর প্রেমিকার বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন না। এদিন ওষুধ কেনার জন্য এসেছিলেন। সেখানেই শিবম ও তাঁর প্রেমিকাকে দেখতে পান। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। তখনই শিবম ও তাঁর প্রেমিকা মোহিনীর উপর হামলা চালায় বলে অভিযোগ। মোহিনীর অভিযোগ, “শিবম ও তাঁর প্রেমিকাকে দেখে প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে শিবমের সঙ্গে তর্কাতর্কি শুরু হলে হঠাৎই তাঁর প্রেমিকা আমার উপর হামলা করে। মারধর করতে শুরু করে। শিবমও আমাকে মারতে শুরু করে।”

এক প্রত্যক্ষদর্শী ওই সময়ের ভিডিওটি ক্যামেরাবন্দি করেন। মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সেখানেই দেখা যায়, শিবম ও তাঁর প্রেমিকা মিলে মোহিনীকে চড় ও লাথি মারছেন। মোহিনীর চুল ধরে মাঝ রাস্তায় টেনে আনতে দেখা যায়। মুহূর্তেই বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায় ওই এলাকায়। যদিও মারধর আটকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। পরে শিবম ও তাঁর প্রেমিকা বাইক নিয়ে চলে গেলে পুলিশে অভিযোগ জানান মোহিনী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ