সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন মহিলা সেজে পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠতা। শুধু তাই নয়, টাকার লোভে তাদের সঙ্গে পর্ন ভিডিও বানিয়ে বিক্রি! এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। এমন অভিযোগ এনেছেন তাঁর স্ত্রীই। সরকারি বাড়িতেই নাকি এহেন কুকীর্তি করতেন ওই চিকিৎসক। কিন্তু অভিযুক্তের পালটা দাবি, সম্পত্তি হাতানোর জন্যই নাকি তাঁর বিরুদ্ধে এইসব মিথ্যা অভিযোগ আনছেন স্ত্রী। তিনি ডিপফেক ভিডিও-র শিকার। সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এই ঘটনা সন্ত কবির নগর জেলার। সম্প্রতি ইন্টারনেটে কয়েকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বরুণেশ দুবে নামে ওই চিকিৎসককে মেয়ে সেজে একাধিক পুরুষের সঙ্গে পর্ন ভিডিওতে দেখা গিয়েছে। তাঁর স্ত্রী সিম্পি পাণ্ডের অভিযোগ, মহিলাদের মতো পোশাক পরে সাজতেন বরুণেশ। সরকারি বাসভবনে পুরুষদের নিয়ে এসে পর্ন ছবির শুটিং করতেন। তারপর সেই বিক্রি করতেন। আসত মোটা টাকা। কিন্তু সিম্পির এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন বরুণেশ। তাঁর অভিযোগ, এটা চক্রান্ত।
পুলিশ সূত্রে খবর, বরুণেশ আর সিম্পি প্রেম করে বিয়ে করেছেন। সিম্পি জানিয়েছেন, গোরক্ষপুরের তাঁদের একটি বাড়ি রয়েছে। সেখানে প্রায়শই তাঁকে আর ছেলেকে রেখে আসতেন। তারপর বাসভবনে চলত পর্নের শুটিং। পুলিশকে তিনি আরও বলেন, “পর্ন ওয়েবসাইটে বেশ কয়েকটি ভিডিও দেখেছি। সেখানে আমার স্বামীকে দেখা গিয়েছে। সরকারি বাসভবনেই সেই ভিডিও করা হত। স্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে আমাকে এবং আমার ভাইকে মারধর করা হয়। আমার স্বামী নিজেকে রূপান্তরকামী বলে জানায়।’’
সিম্পির অভিযোগ পেয়েই বরুণেশের সরকারি বাসভবনে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ। কিন্তু অভিযুক্ত চিকিৎসক পালটা অভিযোগ করেন, তাঁর সম্পত্তি হাতানোর জন্যই এইসব চক্রান্ত করছেন স্ত্রী। তিনি এই রকম কিছুই করেননি। এই বিষয়ে জেলা স্বাস্থ্যকর্তা মহেন্দ্র প্রসাদ জানিয়েছেন, তাঁরাও একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.