সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশালীন মন্তব্য করেছে সাত বছরের খুদে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক তরুণী। শুধু তাই নয়, তাঁকে কুইঙ্গিতও করেছে ওই শিশু। এমন অভিযোগই ভিডিওবন্দি করে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তরুণী। সেই ভিডিও ভাইরাল হতে যে খুব বেশি সময় নেয়নি, তা বলাই বাহুল্য।
ভাইরাল ভিডিওতে তরুণী জানিয়েছেন, সম্প্রতি নিজের এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন তরুণী। তখনই একদল কচিকাঁচাকে খেলতে দেখেন তিনি। যার মধ্যে কয়েকটি মেয়েও ছিল। তারইমধ্যে বছর সাতেকের একটি ছেলে তাঁকে ‘লাল পরি’ বলে সম্বোধন করেন। ছেলেটি পাঞ্জাবি ভাষায় জানতে চায় ‘চললে কোথায়?’ খুদের মুখে এমন কথা শুনে চমকে যান তরুণী। তিনি বুঝতেই পারেননি কে এমন কথা বলল! ছেলেটিকে তিনি নিজেই জিজ্ঞেস করেন, ‘তুমি কি কথাটা আমাকে বললে?’ নাবালকের মুখে ‘হ্যাঁ’ শুনে বিষয়টা মজার ছলেই নেন ওই তন্বী।
তবে একপাক হেঁটে যখন ওই তরুণী ফের একই জায়গায় আসেন, তখন ফের কুইঙ্গিত করে ওই খুদে। তরুণী সাফ জানাচ্ছেন, ওই খুদে তাঁকে সরাসরি বলে, ‘কে তুমি? যাবে নাকি!’ এমন মন্তব্য শুনে চমকে যান তরুণী। নাবালককে ফের জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমাকে কথাটা বললে।’ ওই খুদের সঙ্গীরাই এবার তরুণীকে জানায়, ‘হ্যাঁ দিদি, ও কথাটা তোমাকেই বলেছে’। বিষয়টি দেখে ছুটে আসেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীও। রীতিমতো ভিড় জমে যায়। ওই খুদেকে ক্ষমা চাইতে বললে সে ক্ষমা চেয়েই দৌড়ে পালিয়ে যায়। নিরাপত্তারক্ষী তরুণীকে জানান, শিশুটি ভালো পরিবারের সন্তান। যদিও বাচ্চাটির নমুনা দেখে বিস্মিত তরুণী। খুদের কাছে অপমানিত হওয়াটা কোনওভাবেই মুখ বুজে মেনে নিতে পারছেন না তিনি।
View this post on Instagram
ভিডিওটি সোশাল সাইটে শেয়ার করার পরই ঝাঁপিয়ে পড়ে নেটদুনিয়া। ঘটনার কথা জানতে পেরে অনেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুঃখপ্রকাশ করেছে। আবার কেউ কেউ ওই তরুণীকেই এই ঘটনার জন্য দুষেছেন। তাঁদের দাবি, ওই তরুণীই শিশুটিকে উসকেছিলেন। সবমিলিয়ে এই মুহূর্তে রীতিমতো চর্চায় সেই ভিডিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.