Advertisement
Advertisement
Rajasthan

ICU-তে ভর্তি মহিলাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে ধর্ষণ! অভিযুক্ত হাসপাতালেরই কর্মী

হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। 

woman in ICU harrsed by hospital staff in Rajasthan

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 7, 2025 4:10 pm
  • Updated:June 7, 2025 4:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইএসআইসি হাসপাতালের ICU ওয়ার্ডে চিকিৎসারত মহিলাকে ধর্ষণ! অভিযুক্ত হাসপাতালেরই কর্মী। রাজস্থানের আলওয়ারে ইএসআইসি মেডিক্যাল কলেজের ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, ঘুমের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসারত ওই মহিলাকে অচৈতন্য করে ধর্ষণ করা হয়। এই ঘটনা জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। 

Advertisement

মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুন শারীরিক অসুস্থতা নিয়ে হাতপাতালে ভর্তি হন ওই মহিলা। অভিযোগ, গত ৪ জুন রাতের দিকে মহিলার বেডের চারিদিক পর্দা দিয়ে ঢেকে দেন হাসপাতালের এক কর্মী। এরপর একটি ইঞ্জেকশন দেওয়া হয় ওই মহিলাকে। অচৈতন্য হয়ে গেলে তাঁকে ধর্ষণ করে হাসপাতালের ওই কর্মী।

ঘুমের ইঞ্জেকশনের ঘোর কাটার পর স্বামীর নাম ধরে ডাকতে থাকেন ওই মহিলা। সেই সময় হাসপাতালে থাকা অন্য কর্মীরা বাইরে অপেক্ষারত ওই মহিলার স্বামীকে ডেকে পাঠান। যদিও কিছু বলার চেষ্টা করলেও ঘোরে থাকার কারণে তাঁর কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। এরপর সকালে ইঞ্জেকশনের ঘোর কাটলে পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরপরই হাতপাতাল কর্তৃপশক্ষের কাছে বিষয়টি জানান মহিলার স্বামী। মহিলার স্বামীর অভিযোগ, ঘটনা শোনার পর প্রথমে বিষয়টি ধামাচাপা দিতে উদ্যত হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর নির্যাতিতার পরিবারের তরফে জেলাশাসকের কাছে বিষয়টি জানানো হয়। তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। এরপরই নির্যাতিতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এরপরই তদন্তে নামে পুলিশ।

আলওয়ার থানার আধিকারিক মহাবীর সিং বলেন, “নির্যাতিতা ও তাঁর পরিবারের বয়ান সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।” অন্যদিকে আইসিইউ-তে ভর্তি অন্য এক মহিলার স্বামী জানিয়েছেন, ঘটনার দিন রাতে নার্সদের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গিয়েছিল। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ