অভিযুক্ত স্বামী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের খাবার খাওয়ার সময় অশান্তি! পুলিশকর্মী স্ত্রীকে বেসবলের ব্যাট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
মৃত মহিলার নাম সবিতা সাকেত। তিনি কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। সবিতা স্বামী বীরেন্দ্র সাকেত ও দুই সন্তানকে নিয়ে সিধি জেলায় সরকারি পুলিশ আবাসনে থাকতেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কিছুদিন যাবৎ দম্পতির মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন তা চরম আকার নেয়। রাতে খাওয়ার সময় স্বামী বীরেন্দ্র সাকেতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সবিতা। অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা বেসবলের ব্যাট নিয়ে স্ত্রীকে পরপর আঘাত করেন বীরেন্দ্র। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সবিতা। চিৎকার শুনে ছুটে আসেন আবাসনের বাকি বাসিন্দারা। সবিতাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই দম্পতির ঝামেলা চলছিল। তাহলে কেন সবিতা আগে পদক্ষেপ নেননি উঠছে সেই প্রশ্নও। এদিকে পুলিশ আবাসনের বাকিরাও কেন সব দেখেশুনে চুপছিলেন তা নিয়েও প্রশ্নও উঠছে। ঘটনায় বীরেন্দ্রের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বারবার আঘাত করার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও একাধিক টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত বীরন্দ্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.