প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ই-কমার্স সংস্থায় অর্ডার দিয়েছিলেন তরুণী। সময়মতো ডেলিভারি দিতেও চলে আসেন ডেলিভারি বয়। এরপরই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। তরুণীর অভিযোগ, আচমকাই তাঁর স্তন স্পর্শ করতে হাত বাড়ান তিনি! গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিযোগকারিণী। দাবি, প্রথমে ওই সংস্থা তাঁর অভিযোগকে ততটা গুরুত্ব দিতে না চাইলেও সিসিটিভি ফুটেজ দেখার পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্তকে।
ভিডিওটি শেয়ার করে তরুণী সোশাল মিডিয়ায় লেখেন, ”আজ অর্ডার করার সময় আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। ডেলিভারি বয় আমার ঠিকানা জিজ্ঞাসা করেন। এবং তারপরই আমাকে অশ্লীল ভাবে স্পর্শ করলেন। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। দয়া করে কঠোর ব্যবস্থা নিন।” পোস্টের সঙ্গেই তিনি ওই ই-কমার্স সংস্থাকে ট্যাগও করেন। পরে আরও একটি পোস্টে তিনি জানান, কোনওমতে পার্সেলের প্যাকেটের সাহায্যে অভিযুক্তকে নিরস্ত করতে পেরেছিলেন তিনি। কিন্তু সেই সঙ্গেই তাঁর দাবি, প্রথমে তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি ওই সংস্থা। জানানো হয়, তারা ওই ডেলিভারি বয়কে হুঁশিয়ার করে ছেড়ে দেবে। কিন্তু পরে প্রমাণস্বরূপ ভিডিওটি পাঠানো হলে বরখাস্ত করা হয় অভিযুক্তকে। তরুণীর প্রশ্ন, ‘যদি আমার কাছে প্রমাণ না থাকত, ওরা কি অবহেলাই করে যেত?’
পরে অবশ্য ই-কমার্স সংস্থার তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। জানানো হয়, ‘এই ঘটনার জন্য আমরা সত্যিই দুঃখিত। এবং এটা কতটা অস্বস্তিকর তাও আমরা বুঝতে পারছি। দয়া করে নিশ্চিন্ত থাকুন যে আলোচনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থাই নেওয়া হয়েছে। আরও কোনও প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের মেসেজ করুন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.