Advertisement
Advertisement

Breaking News

চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ দিল্লিতে

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাহবাজকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Woman robbed and raped in a moving train in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 2:23 pm
  • Updated:November 20, 2016 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের ট্রেনে মহিলারা নিরাপদ তো? শনিবার রাজধানীর ঘটনা ফের একবার সেই প্রশ্নই তুলে দিল। চলন্ত ট্রেনে এক মহিলার ধর্ষণ ও জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগে ফের খবরের শিরোনামে দিল্লি।

Advertisement

শনিবার শাহদরা থেকে পুরনো দিল্লি স্টেশনের দিকে যাওয়ার পথে চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ট্রেনে মহিলা কামরাতে উঠেছিলেন ৩২ বছরের ওই মহিলা। এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বিহার থেকে দিল্লি এসেছিলেন তিনি। ভাবতেও পারেননি, তাঁর জন্য এমন ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে রয়েছে। কামরায় তাঁকে নিয়ে মোট পাঁচজন মহিলা ছিলেন। শাহদরা স্টেশনে চারজন নেমে গেলে তিনি একাই বসে ছিলেন। ঠিক সেই সময় কামরায় ওঠে তিন ব্যক্তি। যার মধ্যে দু’জন জোর জবরদস্তি মহিলার থেকে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। মহিলার অভিযোগ, তৃতীয়জন তাঁকে ধর্ষণ করে। কিছু পরেই ওই কামরায় দুই কনস্টেবল উঠে দেখেন, ব্যক্তিটি মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করছে। পুরনো দিল্লি স্টেশনে নেমে অভিযুক্ত ও মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাহবাজকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ফের একবার রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement