Advertisement
Advertisement
Odisha

ওড়িশায় কলেজের ভিতর ছাত্রীকে যৌন হেনস্তা অধ্যাপকের! ক্যাম্পাসেই গায়ে আগুন তরুণীর

তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।

Woman student sets self on fire over harassment in college in Odisha
Published by: Subhodeep Mullick
  • Posted:July 12, 2025 7:56 pm
  • Updated:July 12, 2025 7:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন তিনি। এবার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ওড়িশার বালেশ্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।

Advertisement

সম্প্রতি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজেই যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক অধ্যাপকের বিরুদ্ধে। সেই নিয়ে উত্তাল হয় কলেজ ক্যাম্পাস। এখনও সেখানে চলছে প্রতিবাদ। এমনকী শুরু হয়েছে অন্তর্বর্তী তদন্তও। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজের অপর এক অধ্যাপকের সঙ্গে কথা বলতে যান। দ্রুত বিচারের দাবিও জানান তিনি। অভিযোগ, তারপরই তিনি কলেজ ক্যাম্পাসের ভিতর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এমনকী তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর এক সহপাঠীও। কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাস চত্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, দেহের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তরুণীর অবস্থা সংকটজনক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত অধ্যাপককে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই  ঘটনার জেরে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা ইতিমধ্য়েই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। আটক করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। তবে তরুণীর অবস্থা সঙ্কটজনক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ