Advertisement
Advertisement
Haryana

ধর্ষণের পর পুত্রবধূকে খুন করে ১০ ফুট গর্তে পুঁতল শ্বশুর! হাড়হিম কাণ্ড হরিয়ানায়

২ মাস পর বাড়ির সামনে মাটি খুঁড়ে উদ্ধার দেহ।

Woman was killed by father-in-law in Haryana

বাড়ির সামনে এই গর্ত খুঁড়ের উদ্ধার দেহ।

Published by: Amit Kumar Das
  • Posted:June 27, 2025 4:13 pm
  • Updated:June 27, 2025 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। খুনের পর প্রমাণ লোপাট করতে বাড়ির কাছে কন্যাসম পুত্রবধূকে ১০ ফুট গর্ত করে পুঁতে দিল অভিযুক্ত। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। ঘটনার ২ মাস পর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করলেও পলাতক মৃতার শাশুড়ি ও স্বামী।

পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ভূপ সিং নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকারও করেছে অভিযুক্ত। পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, ২৪ বছর বয়সি পুত্রবধূ তান্নুকে খুন করার পরিকল্পনা করা হয় ১৫ এপ্রিল। তান্নুর শাশুড়িকে পাঠিয়ে দেওয়া হয় উত্তরপ্রদেশের ইটাতে এক বিয়েবাড়ি। ২১ এপ্রিল রাতে স্ত্রী ও বোন কাজলকে ঘুমের ওষুধ খাওয়ান তান্নুর স্বামী অরুণ। এরপর ভূপ সিং পুত্রবধূকে খুন করতে তাঁর ঘরে যান। সেখানে তান্নুর গলায় ওড়না পেঁচিয়ে খুন করা হয়। খুনের আগে তাঁকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, খুনের বিষয়টি জানলেও ধর্ষণের বিষয়ে জানতেন না অরুণ।

তদন্তকারীদের দাবি অনুযায়ী, খুনের পর তন্নুর দেহ বাড়ির কাছেই ১০ ফুট গর্তে পুঁতে দিয়ে ইট বিছিয়ে প্লাস্টার করে দেওয়া হয়। প্রতিবেশীদের জানানো হয়, গর্তটি পয়ঃনিষ্কাশনের জন্য তৈরি। এরপর পুত্রবধূ নিখোঁজ হয়ে গিয়েছে বলে রটিয়ে দেওয়া হয় এলাকায়। এই মামলার তদন্তে নেমে খুনের দুই মাস পর সেই গর্ত খুঁড়ে দেহ উদ্ধার করল পুলিশ। মূল অভিযুক্ত ভূপ সিংকে তিনদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তান্নুর শ্বশুরবাড়ির চার সদস্য – ভূপ সিং, তার স্ত্রী সোনিয়া, ছেলে অরুণ সিং এবং মেয়ে কাজলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও গ্রেপ্তারির ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে সকলে।

পুলিশের দাবি অনুযায়ী, ২০২৩ সালে বিয়ে হয়েছিল অরুণ ও তান্নুর। তবে বিয়ের পর থেকেই পণের দাবিতে ব্যাপক নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। উত্তরোত্তর সেই পণের চাহিদা বাড়তে থাকে। যার জেরেই শেষ পর্যন্ত খুন করা হয় তান্নুকে। অভিযুক্ত ভূপ সিংকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement