সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর এই প্রথম সংখ্যার নিরিখে পুরুষদের ছাপিয়ে গেলেন মহিলারা (Women)। সদ্য প্রকাশিত ‘জাতীয় পরিবার ও স্বাস্থ্য সমীক্ষা’ (NFHS)এ এই সম্ভাবনার কথা বলা হয়েছে। এনএফএইচএসের পঞ্চম নমুনা সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে জনসংখ্যায় বর্তমানে পুরুষ-নারী অনুপাত ১০০০: ১০২০। অর্থাৎ প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা ১০২০ জন।
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশের সাতশো সাতটি জেলার সাড়ে ছ’লক্ষ বাড়ির উপর করা সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে। দেশের নির্দিষ্ট কিছু রাজ্যকে বেছে নিয়ে করা এই সমীক্ষা জাতীয় প্রেক্ষাপটে প্রযোজ্য কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন।
ভারতে এই ধরনের সমীক্ষা প্রথম হয় ১৯৯২ সালে। শেষবার হয়েছে ২০১৫-১৬ সালে। তখন প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা ছিল ৯৯১ জন। সেসময় জন্মহারের নিরিখে অনুপাতটি ছিল ১০০০: ৯১৯। বর্তমানে তা হয়েছে ১০০০: ৯২৯। অর্থাৎ কন্যাসন্তানের জন্মহার বেড়েছে বলেও সমীক্ষায় প্রকাশ। এমনিতে দেশে এখনও কিছু কিছু রাজ্যে কন্যাভ্রূণ হত্যার মতো ঘটনা থামেনি। একুশ শতকে দাঁড়িয়েও হরিয়ানা, রাজস্থানের গাঁ-গঞ্জে এই ঘটনা ঘটে থাকে। যার জেরে পুরুষের (Men) তুলনায় নারীর সংখ্যা বরাবর কম।
কিন্তু ২০২১ সালে উলটপুরাণ। স্বাধীনতার পর এবারই প্রথম দেখা গেল, পুরুষের তুলনায় শতকরা হিসেবে নারীর সংখ্যা অন্তত ২ জন বেশি। প্রতি হাজার জন পুরুষে নারীর সংখ্যা ২০ জন বেশি। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত মহিলা মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.