সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা ‘আজাদি’ চাইছে, কাশ্মীর সমস্যা মেটাতে সেই সব বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলবে না কেন্দ্র। শুক্রবার সুপ্রিম কোর্টকে এই কথাই জানাল নরেন্দ্র মোদি সরকার। কাশ্মীরে পেলেট গান ব্যবহার সংক্রান্ত এক মামলার শুনানিতে এই কথা জানাল কেন্দ্র। সম্প্রতি উপত্যকায় পেলেট গান ব্যবহারের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করে জম্মু ও কাশ্মীর বার অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের দাবি, কাশ্মীরে অচলাবস্থা কাটাতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলুক কেন্দ্র। কিন্তু এতে আপত্তি রয়েছে কেন্দ্রের। শীর্ষ আদালতে কেন্দ্রের বক্তব্য, জনপ্রতিনিধিদের সঙ্গেই কথা বলবে নয়াদিল্লি। যারা ‘আজাদি’ চাইছে, তাদের সঙ্গে নয়। কেন্দ্রের বক্তব্য শুনে জম্মু ও কাশ্মীর বার অ্যাসোসিয়েশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, জনপ্রতিনিধিদের একটি তালিকা শীর্ষ আদালতকে জমা দিক তারা।
অ্যাসোসিয়েশন চায়, কেন্দ্রীয় বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পেলেট গান ব্যবহার করা বন্ধ করুক। সমালোচকরা বলছেন, পেলেট গানের ছররায় সাধারণ মানুষ বিপজ্জনকভাবে আহত হচ্ছেন। এমনকী, অন্ধও হয়ে যাচ্ছেন কেউ কেউ। কিন্তু সেনাবাহিনীর দাবি, জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরের যা পরিস্থিতি, তাতে পেলেট গান ব্যবহার করা ছাড়া উপায় নেই। দু’পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্য প্রশাসন যদি প্রতিশ্রুতি দেয় যে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হবে না, তাহলে কেন্দ্রীয় বাহিনীকেও পেলেট গান ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দেবে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৯ মে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.