Advertisement
Advertisement
Meghalaya Governor

‘মোদির বিরুদ্ধে মুখ না খুললে আমাকেই উপরাষ্ট্রপতি করা হত’, ফের বিস্ফোরক মেঘালয়ের রাজ্যপাল

এর আগেও একাধিকবার মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মালিক।

Would be the VP if I did not criticise Modi, says Meghalaya Governor | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2022 4:04 pm
  • Updated:September 11, 2022 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগদীপ ধনকড় নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লাগাতার মুখ না খুললে ভারতের উপরাষ্ট্রপতি করা হত তাঁকেই। ফের বিস্ফোরক দাবি করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর দাবি, বিজেপির অন্দরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মুখ খোলার জেরেই উপরাষ্ট্রপতি করা হয়নি তাঁকে। শুধু তাই নয়, মেঘালয়ের রাজ্যপাল পদে থাকা সত্ত্বেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশংসা করেছেন মালিক।

Advertisement

সত্যপাল মালিক বেশ কিছুদিন ধরেই খোলাখুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তথা তাঁর দল বিজেপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে আসছেন। যার জন্য দলের বিভিন্ন স্তরের নেতাদের সমালোচনাও তাঁকে শুনতে হয়েছে। এবার তাঁর দাবি, উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। কিন্তু দলের অন্দরের রাজনীতির জন্যই পিছিয়ে পড়েন। মালিক এদিন বলেন,”আমাকে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছিল, মোদির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিলেই আমি উপরাষ্ট্রপতি হতে পারব। কিন্তু সেটা আমি শুনিনি। আমার যা মনে আসে সেটাই বলি।”

[আরও পড়ুন: দৈনিক ১৫ হাজারের কম রোজগার হলে স্টেশনে দাঁড়াবে না মেল-এক্সপ্রেস ট্রেন, নয়া সিদ্ধান্তের পথে রেল]

সদ্যই দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাতে অবশ্য আপত্তি নেই সত্যপাল মালিকের। তিনি ধনকড়কে যোগ্য প্রার্থী বলেই মনে করছেন। তবে তা সত্ত্বেও দলের অন্দরের রাজনীতি নিয়ে সরব হয়েছেন মালিক। একই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীরও প্রশংসা করেন মেঘালয়ের রাজ্যপাল। তিনি বলেন,”রাহুল গান্ধী ভাল কাজ করছেন। নিজের দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। সেটা ভাল কাজ।”

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’য় বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন রাহুল, কী প্রতিক্রিয়া সোনিয়াপুত্রের?]

প্রসঙ্গত, সত্যপাল মালিক কিছুদিন আগেই দাবি করেছিলেন, কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন আম্বানি ও এক আরএসএস (RSS) নেতার দুর্নীতির ফাইল পাস করিয়ে দেওয়ার জন্য ৩০০ কোটি টাকা ঘুষ দিতে চাওয়া হয়েছিল তাঁকে। শুধু তাই নয়, লাগাতার কৃষি আইনকেও সমর্থন জানিয়ে আসছেন তিনি। ফলে বেশ অস্বস্তিতেই পড়তে হচ্ছে বিজেপিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement