Advertisement
Advertisement
Wrestlers

উদ্বোধনের দিনই নতুন সংসদ ভবনের কাছে মিছিল কুস্তিগিরদের, আটকে দিল পুলিশ! রণক্ষেত্র যন্তর মন্তর চত্বরও

আটক করা হয়েছে অলিম্পিকের পদকজয়ী সাক্ষী মালিককে।

Wrestlers denied permission for parliament march। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 28, 2023 12:06 pm
  • Updated:May 28, 2023 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। রবিবার দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আর সেই দিনটিতেই নিজেদের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুস্তিগিররা। নয়া সংসদ ভবনের (New Parliament building)  সামনে ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’ বসানো হবে বলে জানিয়েছিলেন ভিনেশ ফোগাট। সেইমতো এদিন তাঁরা সেখানে উপস্থিত হলে তাঁদের বাধা দেওয়া হয়। যন্তর মন্তরের সামনে প্রতিবাদী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে আটকও করেছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, আগেই এইদিন বিক্ষোভ সমাবেশের ডাক দেন বিভিন্ন রাজ্যের খাপ পঞ্চায়েত, কৃষক ও কুস্তিগিররা। আন্দোলনকারীদের দাবি ছিল, শান্তিপূর্ণ মিছিল করবেন তাঁরা। সেইমতো এদিন নতুন সংসদ ভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এরপরই বেঁধে যায় সংঘর্ষ। ভেঙে দেওয়া হয় ব্যারিকেডও। বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে আটক করে পুলিশ। 

রবিবার কার্যতই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। বিশেষ করে উত্তরপ্রদেশ ও হরিয়ানার সীমানা অঞ্চল। ভিনরাজ্য থেকে কৃষক ও অন্যরা যাতে বিক্ষোভ দেখাতে রাজধানীতে প্রবেশ না করতে পারেন তা রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement