Advertisement
Advertisement
Asaduddin Owaisi

৩ চিঠিতেও মন গলেনি লালুর! বিহারে INDIA জোটে শামিল হতে না পেরে হতাশ ওয়েইসি

২০২০ বিধানসভায় বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে আসে AIMIM।

Wrote 3 letters, still called BJP B-Team, Asaduddin Owaisi on INDIA bloc's snub in Bihar
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2025 6:52 pm
  • Updated:September 17, 2025 6:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে NDA-কে হারাতে ইন্ডিয়া জোটে শামিল হওয়ার জন্য একপ্রকার অনুনয়-বিনয় করেছিলেন। লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে তাঁর দলের শীর্ষ নেতা ৩টি চিঠিও লিখেছিলেন। কিন্তু তাতেও মন গলেনি আরজেডির শীর্ষ নেতৃত্বের। বিস্ফোরক তথ্য ফাঁস করলেন হায়দরাবাদের সাংসদ তথা AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর প্রশ্ন, ‘এর পরও কি আমাকে বিজেপির বি টিম বলা হবে?’

Advertisement

২০২০ বিধানসভায় বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসাবে উঠে আসে AIMIM। সীমাঞ্চল এলাকায় ৫টি বিধানসভা আসনে জয়ী হয় ওয়েইসির দল। একাধিক আসনে তাঁদের প্রাপ্ত ভোটই হারজিতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও পরে AIMIM-এর পাঁচ বিধায়কের চারজনই আরজেডিতে যোগ দেন। একমাত্র অবশিষ্ট বিধায়ক আখতারুল ইমামই এখন মিমের রাজ্য সভাপতি। এবারের বিধানসভা নির্বাচনের আগে ওয়েইসি প্রকাশ্যেই ইন্ডিয়া জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওয়েইসি এবার জানালেন, তাঁর দলের রাজ্য সভাপতি আখতারুল ইমাম জোটে যোগ দিতে চেয়ে অন্তত গোটা তিনেক চিঠি লিখেছিলেন আরজেডি নেতৃত্বকে। মাত্র ৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। তাতেও মন গলেনি আরজেডি নেতৃত্বের।

বুধবার ওয়েইসি জানিয়েছেন, “আমাদের বিহারের রাজ্য সভাপতি আখতারুল ইমাম লালুপ্রসাদ যাদবকে দুটো এবং তেজস্বী যাদবকে একটি চিঠি লিখেছেন। আমরা বলেছিলাম মাত্র ৬টি আসন আমাদের ছাড়ুন। ক্ষমতায় এলে মন্ত্রকও দিতে হবে না। শুধু সীমাঞ্চল উন্নয়ন বোর্ড গড়ে দিন। কিন্তু এর বদলে আমাদের শুনতে হল, আপনারা এবারের নির্বাচনে অংশ নেবেন না।” ওয়েইসির কটাক্ষ, “এরপরও আমাদের বিজেপির বি টিম বলা হবে!” AIMIM সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, তাঁর দল বিহারের ভোটে লড়বে। এবং ইন্ডিয়া জোটের বাইরে থেকেই লড়বে।

সূত্রের দাবি, এআইএমআইএমকে ইন্ডিয়া জোটে নিলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে সুবিধা হবে সেটা মানেন তেজস্বী যাদবও। কংগ্রেসও ওয়েইসির দলকে জোটে নিতে মোটামুটি রাজি। সমস্যা হল বাম দলগুলিকে নিয়ে। তারা আদর্শগত জায়গা থেকে কোনওভাবেই AIMIM-কে জোটে নিতে নারাজ। তাছাড়া আসন সমঝোতার ক্ষেত্রেও সমস্যার জায়গা আছে। AIMIM সীমাঞ্চলে মুসলিম অধ্যুষিত ৬ আসনে লড়তে চায়। কিন্তু যে আসনগুলিতে AIMIM লড়তে চাইছে, সেগুলি কংগ্রেসের আসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ