Advertisement
Advertisement
X

বাক স্বাধীনতা রক্ষার অঙ্গীকার, কর্নাটক হাই কোর্টে ধাক্কার পর কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ‘এক্স’

কর্নাটক হাই কোর্টের নির্দেশ মানলে ব্যবহারকারীদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, বলছে এক্স।

X to appeal High Court order on complying with takedown notices
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2025 12:59 pm
  • Updated:September 29, 2025 1:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ব্যবসা করতে হলে ভারতের আইন মেনেই চলতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় এক্স হ্যান্ডেলকে সাফ জানিয়ে দিয়েছিল কর্নাটক হাই কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এক্স। ওই সোশাল মিডিয়া জায়ান্ট বলছে, কর্নাটক হাই কোর্টের নির্দেশ মানতে গেলে ব্যবহারকারীদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে হয়। তাই অভিব্যক্তির অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সংস্থা।

Advertisement

সোশাল মিডিয়া থেকে কন্টেন্ট সরিয়ে নেওয়া, অ্যাকাউন্ট ব্লকের মতো সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘সহযোগ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্র। ওই প্ল্যাটফর্মের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় এক্স। কিন্তু সেই পিটিশন বাতিল করে দেন কর্নাটক হাই কোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন। আদালতের তরফে বলা হয়, সোশাল মিডিয়ায় রাশ টানা সময়ের প্রয়োজন। ভারতীয় প্রশাসনের নজরদারি উপেক্ষা করে কোনও সোশাল মিডিয়া চলতে পারে না। ভারতে থাকা সমস্ত সোশাল মিডিয়া সংস্থাকে এই বিষয়টি মনে রাখতে হবে।

এই প্রসঙ্গে সংবিধানের ১৯ অনুচ্ছেদের উল্লেখ করেছে আদালত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংবিধানে বর্ণিত বাকস্বাধীনতার অধিকার ভারতীয় নাগরিকদের জন্য। বিদেশি সংস্থাগুলির জন্য নয়। মার্কিন বিচারব্যবস্থার আদর্শকে ভারতের বিচারপদ্ধতির মধ্যে জোর করে মেশানো যায় না বলেই জানিয়েছে কর্নাটক হাই কোর্ট। সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করতে চলেছে এক্স।

এক্স কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, কর্নাটক হাই কোর্টের ওই নির্দেশ মানলে ভারতের লক্ষ লক্ষ পুলিশ আধিকারিক পোস্ট সরানোর ব্যাপারে নির্দেশ দেওয়া শুরু করবে। সেটা ব্যবহারকারীদের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার শামিল। এই নির্দেশ মানা যাবে না। ব্যবহারকারীদের বাক স্বাধীনতা রক্ষার স্বার্থে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করতে চান। এক্সের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “কর্নাটক হাই কোর্টের রায়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাক স্বাধীনতা রক্ষা করতে আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ