সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর। ধুঁকতে থাকা ব্যাংকের গ্রাহকদের আর্থিক লেনদেনের উপর নিয়্ন্ত্রণ জারি করেছিল কর্তৃপক্ষ। ফলে বেজায় বিপাকে পড়েছিলেন ব্যাংকের গ্রাহকেরা। খুব শীঘ্রই সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Government issue Gazette notification following approval by Union Cabinet “Yes Bank Limited Reconstruction Scheme, 2020” yesterday.
— Ministry of Finance (@FinMinIndia)
শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী তিন দিনের (Working days) মধ্যে টাকা তোলার উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে। আর্থিক দুর্নীতির জেরে ফোঁপরা হয়ে যাওয়া ইয়েস ব্যাংকের নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই বোর্ডে SBI-এর দুই ডিরেক্টর থাকবেন। বিজ্ঞপ্তি জারির সাতদিনের মধ্যে তাঁরা দায়িত্ব নেবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারছেন।
‘Yes Bank Ltd Reconstruction Scheme, 2020’ notified by Union Finance Ministry, yesterday. The moratorium on the bank will be lifted within 3 days of the notification and a new board, having at least 2 directors of SBI, will take over within 7 days of the issuance of notification.
— ANI (@ANI)
বেশ কিছুদিন ধরে ধুঁকছিল ইয়েস ব্যাংক। সম্প্রতি অবস্থা আরও খারাপ হয়। গ্রাহকদের লেনদেন নিয়ন্ত্রণ করা হয়। বিষয়টি সামনে আসতেই ব্যাংকের শেয়ারের দাম হু হু করে পড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ব্যাংকের পুনর্গঠনের জন্য নয়া স্কিমও ঘোষণা করেছে । এমন পরিস্থিতিতে ব্যাংক কর্তাদের বেনিয়মের কথাও সামনে আসে। তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই ব্যাংকের প্রতিষ্ঠাতা রাণা কাপুরের বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শনিবার রাণা কাপুরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বইয়ের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ জেরার রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকেই আর্থিক লেনদেনের উপর নিয়ন্ত্রণ জারি করেছিল ব্যাংক কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.