হেমন্ত মৈথিল, লখনউ: শিক্ষক দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শিক্ষকদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। এখন থেকে রাজ্যের সমস্ত শিক্ষক ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। এই সুবিধাটি প্রাথমিক, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। এছাড়াও শিক্ষামিত্র, ইনস্ট্রাক্টর এবং রাঁধুনিরাও এর আওতায় পড়বেন।
এই ঘোষণাকে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর ফলে প্রায় ৯ লক্ষ শিক্ষক পরিবার সরাসরি উপকৃত হবেন। অসুস্থতা বা জরুরি অবস্থায় শিক্ষকদের আর আর্থিক সমস্যায় পড়তে হবে না। মুখ্যমন্ত্রী শিক্ষকদের অবদানের প্রতি সরকারের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে এই পদক্ষেপের কথা জানান।
লোক ভবন অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি শিক্ষকদের সম্মান জানান। একই সঙ্গে এদিন তিনি ট্যাব বিতরণ করেন এবং স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন। তিনি শিক্ষামিত্র ও ইনস্ট্রাক্টরদের ভাতা বাড়ানোর জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠনেরও নির্দেশ দেন। কমিটির রিপোর্ট পাওয়ার পর সরকার এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের পাশে আছে। তিনি আরও বলেন, ‘অপারেশন কায়াকল্প’ এবং ‘প্রজেক্ট অলঙ্কার’-এর মতো উদ্যোগের কারণে রাজ্যের স্কুলগুলির অবস্থা অনেক উন্নত হয়েছে। ‘অপারেশন কায়াকল্প’ প্রকল্পের আওতায় ১ লক্ষ ৩৬ হাজার স্কুলে ১৯টি ভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। ‘প্রজেক্ট অলঙ্কার’ প্রকল্পের মাধ্যমে ২১০০টি স্কুল নতুন ভবন এবং সুরক্ষিত পরিবেশ পেয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতি অনুসারে ৩-৬ বছর বয়সী শিশুদের জন্য ‘বাল ভাটিকা’ প্রকল্প চালু করা হয়েছে। বর্তমানে ৫ হাজারেরও বেশি বাল ভাটিকা চালু হয়েছে। এতে ২৫ হাজারেরও বেশি শিশু নানা সুবিধা পাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষকরা যেভাবে উদ্ভাবনী পন্থায় দেশের ভবিষ্যতের কারিগরদের তুলে ধরছেন, তাতে আগামীর ভারত আরও উজ্জ্বল হয়ে উঠবে। এবং তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষামন্ত্রী গুলাব দেবী, প্রাথমিক শিক্ষামন্ত্রী সন্দীপ সিং সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.