Advertisement
Advertisement
Yogi Adityanath

২০৪৭ সালের মধ্যেই হবে বিকশিত উত্তরপ্রদেশ! ৩ লক্ষ নাগরিকের পরামর্শ যোগীকে

'সমর্থ উত্তর প্রদেশ - বিকশিত উত্তর প্রদেশ @২০৪৭' নামে প্রচার চালাচ্ছেন যোগী।

Yogi Adityanath campaigning about Samarth Uttar Pradesh

ফাইল ছবি

Published by: Hemant Maithil
  • Posted:September 22, 2025 4:37 pm
  • Updated:September 22, 2025 4:37 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশন ২০৪৭-এর লক্ষ্য পূর্ণ করতে সারা রাজ্যে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘সমর্থ উত্তর প্রদেশ – বিকশিত উত্তর প্রদেশ @২০৪৭’ নামে এই প্রচার চালাচ্ছেন তিনি। এই প্রচারে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। এর উপর ভিত্তি করেই আগামিদিনে উত্তরপ্রদেশের উন্নয়নের রোডম্যাপ গঠন হবে বলে জানা গিয়েছে।

Advertisement

রাজ্যের ৭৫টি জেলাজুড়ে, নোডাল অফিসার এবং বুদ্ধিজীবীরা রাজ্যের ছাত্র, শিক্ষক, শিল্প উদ্যোক্তা, কৃষক, এনজিও, শ্রমিক ইউনিয়ন এবং মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। উত্তর প্রদেশের অগ্রগতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের পথ নির্ধারণ করবেন তাঁরা। জানা গিয়েছে রবিবার পর্যন্ত, এই প্রচারের পোর্টাল samarthuttarpradesh.up.gov.in-এ ৩ লক্ষেরও বেশি পরামর্শ এসেছে। এর মধ্যে ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া গ্রামীণ এলাকা থেকে এসেছে। পাশাপাশি ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া পাঠিয়েছেন শহরাঞ্চলের মানুষ।

পোর্টালে আসা নাগরিকদের পরামর্শগুলিকে বয়সের হিসাবে ভাগ করে দেখা গিয়েছে, ৩১ বছরেরও কম বয়সি যুবদের কাছ থেকে ১ লক্ষ ১২ হাজারেরও বেশি মতামত এসেছে। ৩১ থেকে ৬০ বছর বয়সী ১ লক্ষ ৬৬ হাজারেরও বেশি নাগরিক মতামত জানিয়েছেন। ৬০ বছরের বেশি বয়সীদের কাছ থেকে বাকি মতামত এসেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই পরামর্শগুলিকে সামাজিক ক্ষেত্র হিসেবে ভাগ করলে সবথেকে বেশি পরমর্শ এসেছে শিক্ষা ক্ষেত্র নিয়ে। এরপরেই রয়েছে গ্রাম এবং নগর উন্নয়, কৃষি-সহ অন্যান্য বিষয়। জানা গিয়েছে শিক্ষাক্ষেত্রে ১ লক্ষ ১০ হাজার পরামর্শ এসেছে। নগর ও গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রে এই সংখ্যা ৫২ হাজারেরও বেশি। কৃষিক্ষেত্রে ৫১ হাজার, সমাজকল্যাণ প্রসঙ্গে ২৫ হাজার, স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ২৩ হাজার এবং তথ্যপ্রযুক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে ৬ হাজারেরও বেশি পরামর্শ এসেছে সাধারণ মানুষের কাছ থেকে।

উল্লেখযোগ্যভাবে, আগ্রা, ফিরোজাবাদ, বাস্তি, জৌনপুর, কানপুর দেহাত, কানপুর নগর, গোরক্ষপুর, সাহারানপুর, শামলি, এটা, মীরাট, ফারুখাবাদ, মৈনপুরী, ললিতপুর, মহারাজগঞ্জ এবং প্রয়াগরাজ সহ গুরুত্বপূর্ণ জেলাগুলি থেকে ১ লক্ষ ১১ হাজারেরও বেশি পরামর্শ এসেছে। যোগী সরকার আশ্বাস দিয়েছে, এই মূল্যবান পরামর্শগুলি রাজ্যের ভবিষ্যৎ নীতি নির্ধারণে সাহাজ্য করবে। যোগী জানিয়েছেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান ২০৪৭ সালের মধ্যে উত্তরপ্রদেশকে একটি বিকশিত রাজ্যে পরিণত করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ