হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের রায়বারেলিতে দলিত যুবককে পিটিয়ে খুনের ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে হুঙ্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, “মৃতের পরিবারের চোখের জল বৃথা যাবে না। বিচার মিলবেই।”
শনিবার সন্ধ্যায় লখনউতে নিহত হরিওম বাল্মীকির স্ত্রী সঙ্গীতা বাল্মীকির সঙ্গে দেখা করেন যোগী। সঙ্গীতা কাতর কণ্ঠে মুখ্যমন্ত্রীকে বলেন, “বাবা, একমাত্র আপনিই দলিততের রক্ষা করতে পারেন। সরকার এবং পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” সঙ্গীতা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদের সঙ্গে দেখা করার পর যোগী বলেন, “ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। দলিত, বঞ্চিত এবং নিপীড়িতদের মর্যাদা রক্ষা করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনও আপস করা হবে না। মৃতের পরিবারের এবং ভুক্তভোগীর পরিবারের চোখের জল বৃথা যাবে না। যে কোনও অপরাধের ক্ষেত্রেই আমরা জিরো-টলারেন্স নীতিতে বিশ্বাসী। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি উত্তরপ্রদেশের রায়বারেলিতে চোর সন্দেহে হরিওম বাল্মীকি নামে একটি দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওতে দেখা যায়, চোর সন্দেহে ওই যুবককে রাস্তায় ফেলে গণপিটুনি দেওয়া হচ্ছে।ভিডিওটি ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। শুধু তাই নয়, তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। এবার ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন যোগী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.