Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

কর্মসংস্থানে জোর উত্তরপ্রদেশে, সফল যুবাদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী যোগী

রোজগার মেলার মাধ্যমে এখন পর্যন্ত ৪.১৩ লক্ষ যুবক চাকরি পেয়েছেন, দাবি যোগী সরকারের।

Yogi Adityanath govt driving youth employment in mission mode
Published by: Hemant Maithil
  • Posted:September 8, 2025 12:06 am
  • Updated:September 8, 2025 12:52 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন (UPSSSC) বিভিন্ন বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করেছে। এর ফলে ১,৫১০ জন যুবক চাকরি পেলেন। রবিবার লোকভবনে ওই ভাগ্যবান যুবকদের নিজে হাতে নিয়োগপত্র দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বিভিন্ন জেলাতেও নিয়োগ দেওয়া হয় UPSSSC কর্মীদের। সেক্ষেত্রে সফর যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেন স্থানীয় বিধায়ক ও সাংসদরা।

Advertisement

এদিন ফের মুখ্যমন্ত্রী যোগী নিশ্চিত করেছে, উত্তরপ্রদেশ সরকার “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস” মন্ত্র নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে। দেশের বৃহত্তম যুব জনগোষ্ঠীকে কর্মসংস্থান এবং ব্যক্তিগত উদ্যোগ উপার্জনের সুযোগ করে দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার। রোজগার মেলার মাধ্যমে এখন পর্যন্ত ৪.১৩ লক্ষ যুবক চাকরি পেয়েছেন।

এর আগে উত্তরপ্রদেশে হোমগার্ড স্বেচ্ছাসেবকদের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে যোগী সরকার। গত বছরেই তিনি ৪৪ হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে তিনি বৈঠক করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য বোর্ড গঠনের নির্দেশ দেন।

বর্তমানে রাজ্যে ৭১১৫৫ জন হোমগার্ড কর্মরত রয়েছেন। সরকারি তথ্য মতে আগামী ১০ বছরে প্রায় ৩৮ হাজার স্বেচ্ছাসেবক অবসর নেবেন। রাজ্যে পঞ্চাশ বছরের বেশি হোমগার্ড কর্মী রয়েছে প্রায় ৫১ শতাংশ। কর্মীদের জন্য এক্স-গ্রেটিয়া এবং পেনশনের মতো ব্যবস্থাগুলি অনলাইনে উপলব্ধ। হোমগার্ড মিত্র মোবাইল অ্যাপের মাধ্যমে কাজকর্ম এখন আরও সহজ হয়েছে। কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ১২টি বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র প্রতি বছর ১৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে থাকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ