Advertisement
Advertisement
Yogi Adityanath

‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্ন দেখেছিলেন শ্যামাপ্রসাদ, মৃত্যুদিবসে শ্রদ্ধা যোগীর

১৯৫৩ সালের ২৩ জুন পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় তাঁর।

Yogi Adityanath pays tribute to Shyama Prasad Mukherjee on his death anniversary
Published by: Hemant Maithil
  • Posted:June 23, 2025 12:53 pm
  • Updated:June 23, 2025 1:03 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: আজ ২৩শে জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবস পালন করল উত্তরপ্রদেশ সরকার। এই উপলক্ষে লখনউতে তাঁর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বক্তব্য রাখতে গিয়ে তিনি ড. শ্যামপ্রসাদ মুখার্জীকে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ড. মুখার্জী ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি হিসেবে স্বাধীন ভারতে এক নতুন রাজনৈতিক ভাবধারার সূচনা করেছিলেন। একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের শিল্পনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।

মুখ্যমন্ত্রী যোগী তাঁর ভাষণে আরও বলেন, ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনের পর তৎকালীন নেহেরু সরকার জম্মু ও কাশ্মীরে আর্টিকেল ৩৭০ প্রবর্তন করেন। এছাড়াও পারমিট ব্যবস্থা চালু করে জাতীয় ঐক্যকে বিপদের দিকে ঠেলে দিয়েছিলেন। সেই সময় এর তীব্র বিরোধিতা করেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জী। এই সময় তিনি জম্মু ও কাশ্মীরে গিয়ে ‘এক প্রধান, এক বিধান, এক নিশান’ প্রচার করেন। ফলে তাঁকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়। এবং ১৯৫৩ সালের ২৩ জুন পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়।

ড. মুখার্জী একটি ঐক্যবদ্ধ ও নিরাপদ ভারতের স্বপ্ন দেখেছিলেন। ৬৫ বছর পর ২০১৯ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে আর্টিকেল ৩৭০ বাতিলের মাধ্যমে যা পূরণ হয়। যোগী আদিত্যনাথ জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর এখন সত্যিকার অর্থে ভারতীয় সংবিধান ও তার গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। আর্টিকেল ৩৭০ বাতিলকে ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে ড. মুখার্জীর চূড়ান্ত আত্মত্যাগের প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য হিসেবে অভিহিত করেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement