হেমন্ত মৈথিল, লখনউ: প্রায় ১৭ বছর পর মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় বেরোল। সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত।
২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিয়েছে বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার আদালত জানায় কেবল সন্দেহের বশেই কোনও মামলা এভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। অভিযুক্তদের বিরুদ্ধে যেসমস্ত তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছিল, তা যথাযথ নয় বলেও এদিন আদালত জানিয়ে দেয়।
আদালতের এই রায় ঘোষণার পরই কংগ্রেসের সমালোচনা করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বৃহস্পতিবার যোগী এক্স হ্যান্ডেলে টুইট করে লিখেছেন, মালেগাঁও হামলায় ষড়যন্ত্র করে হিন্দুদের ফাঁসানোর জন্য কংগ্রেসের উচিত দেশের সমস্ত হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া। হিন্দুদের কলঙ্কিত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করে নিজেদের চরিত্রকেই প্রকাশ করেছে কংগ্রেস। মালেগাঁও বিস্ফোরণ মামলার বিচারে ‘সত্যমেব জয়তে’ সত্যের জয় হয়েছে। এই রায় আরও একবার কংগ্রেসের ভারতবিরোধী ও সনাতনবিরোধী অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে। কংগ্রেস এই দেশের কোটি কোটি সনাতন বিশ্বাসী, সাধুসন্ত ও জাতীয় সেবকদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়েছে দিনের পর দিন। কংগ্রেসের উচিত এই অপকর্মের জন্য গোটা দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া।
এই মামলায় সাতজন প্রধান অভিযুক্ত ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর, কর্নেল প্রসাদ পুরোহিত, রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর চতুর্বেদী, সমীর কুলকার্নি এবং সুধাকর ধর দ্বিবেদী। উপযুক্ত প্রমাণের অভাবে অবশেষে তাঁরা খালাস পেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.