হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প এবং আইনশৃঙ্খলার বিষয়ে বিশদ পর্যালোচনা করেন। তিনি জমি সংক্রান্ত বিবাদগুলো দ্রুত মেটানোর এবং সরকারি জমি থেকে অবৈধ দখল অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। গরিব মানুষের জমি সুরক্ষিত করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বাসস্থান বা আয়ের শংসাপত্রের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি এখন থেকে গ্রাম পঞ্চায়েত সচিবালয় মারফত দিতে হবে, যাতে মানুষের হয়রানি কমে। IGRS এবং সিএম হেল্পলাইনের অভিযোগগুলি প্রশাসনিক আধিকারিকদেরকে সময়মতো নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি।
জনকল্যাণের উপর জোর দিয়ে তিনি গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য আরও বেশি কল্যাণ মণ্ডপম তৈরির নির্দেশ দেন। পাশাপাশি PWD-কে বিশেষ অভিযান চালিয়ে রাজ্যের সমস্ত রাস্তা সারাই করার নির্দেশ দেন।
আইনশৃঙ্খলার ক্ষেত্রে সামাজিক মাধ্যমে ক্রমাগত নজরদারি ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। অপরাধমূলক কার্যকলাপ ও গরু পাচার রোধে কড়া নজরদারি এবং সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সমস্ত উন্নয়ন প্রকল্প যেন সময়মতো ও মানসম্পন্নভাবে শেষ হয়। তিনি আসন্ন গঙ্গা মহোৎসব এবং দীপোৎসবের জন্য বরুণা ও অসি নদীর পরিচ্ছন্নতা সহ ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করতে বলেন। জেলাশাসক জানান, প্রায় ১৮,০০০ কোটি টাকার ১২৮টি প্রকল্প বর্তমানে চলমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.