Advertisement
Advertisement
Yogi Adityanath

৮ জেলায় নিষিদ্ধ আতশবাজি, দূষণ রোধে উত্তরপ্রদেশে বড় পদক্ষেপ যোগী প্রশাসনের

নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা!

Yogi Adityanath's government bans firecrackers in eight districts of Uttar Pradesh to prevent pollution
Published by: Hemant Maithil
  • Posted:August 29, 2025 5:10 pm
  • Updated:August 29, 2025 5:26 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: শুরু হয়েছে উৎসবের মরশুম। আর তার প্রাক্কালেই উত্তরপ্রদেশে নেওয়া হল বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে উত্তরপ্রদেশের ৮ জেলায় সম্পূর্ণরূপে বন্ধ হল আতশবাজির ব্যবহার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই যোগী সরকারের ইউপি পুলিশ এই সিদ্ধান্ত নিলেন।

Advertisement

রাজ্যের আটটি জেলায় আতশবাজি তৈরি, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। উত্তরপ্রদেশের যেসব জেলায় এই নিষেধাজ্ঞা লাগু হয়েছে সেগুলি হল মীরাট, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর (নয়ডা), বুলন্দশহর, হাপুর, বাগপত, শামলি এবং মুজাফফরনগর। বায়ু দূষণ রোধে এই পদক্ষেপ নিল যোগী সরকার।

নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছে পুলিশ। নির্দিষ্ট জেলাগুলির কোথাও কোনও ব্যক্তি বা সংস্থা আতশবাজি তৈরি, মজুত বা বিক্রি করলে পাঁচ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। এমনকী এক লক্ষ টাকা জরিমানাও দিতে হতে পারে। এই নিয়ম সকলের জন্য বাধ্যতামূলক।

উত্তরপ্রদেশে এ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য ইউপি পুলিশ ১১২ নম্বরে ডায়াল করার পরামর্শ দিয়েছেন। এছাড়া অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ (৭৫৭০০০০১০০) অথবা এসএমএস (৭২৩৩০০০১০০)-ও করা যাবে। ফেসবুক (@112UttarPradesh) এবং এক্স হ্যান্ডেলেও (@112UttarPradesh) অভিযোগ দায়ের করা যাবে। এমনকী উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ওয়েবসাইটেও সরাসরি অভিযোগ দায়ের করা যাবে  বলে জানানো হয়েছে। দূষণ রোধে যোগী সরকারের এই পদক্ষেপ পরিবেশ রক্ষায় সাধারণের মধ্যে সচতনতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ