হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের তরুণ-তরুণীদের জন্য দারুণ সুখবর! মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নয়া প্রকল্প ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’ শুরু হয়েছে লখনউতে। ২৬ থেকে ২৮ আগস্ট লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা্নে এই তিন দিনের মেগা ইভেন্ট পালিত হচ্ছে। এই মহাকুম্ভের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতী সরাসরি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবে।
এই কর্মসংস্থান মেলায় ১০০টিরও বেশি নামী-দামী কোম্পানি অংশ নেবে। সব মিলিয়ে প্রায় ৫০০০০-এরও বেশি তরুণ-তরুণীকে চাকরি দেওয়া হবে। এই রোজগার মহাকুম্ভে দেশি-বিদেশি বড় বড় কোম্পানি অংশ নেবে। এর মধ্যে থাকবে মাইক্রোসফট, ইন্টেল এবং ওয়াদওয়ানি এআই-এর মতো প্রযুক্তি সংস্থা। এই কোম্পানিগুলি সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং, এআই এবং হার্ডওয়্যার ডিজাইনের মতো বিষয়ে চাকরির সুযোগ দেবে। এছাড়াও ফ্লিপকার্ট এবং অ্যামাজন-এর মতো ই-কমার্স সংস্থাগুলোও অংশ নেবে এই মেলায়। সাপ্লাই চেইন, লজিস্টিকস, ডেটা অ্যানালিটিক্স এবং অনলাইন ব্যবসার জন্য কর্মী নিয়োগ হবে। এছাড়াও আর্থিক এবং ব্যাঙ্কিং সেক্টর, পাশাপাশি মাহিন্দ্রার মতো গাড়ি নির্মাণকারী বড় সংস্থাগুলিতেও প্রচুর চাকরির সুযোগ থাকছে। বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কারিগরি শিক্ষায় উত্তীর্ণ তরুণদের জন্য রয়েছে দারুণ সুযোগ।
এই মেলায় চাকরিপ্রার্থীরা তিনটি প্ল্যাটফর্মে সুযোগ পাবেন। তরুণরা সরাসরি বিভিন্ন শিল্প সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ‘এমপ্লয়মেন্ট কনক্লেভ’ বিভাগে। ‘অন-স্পট ইন্টারভিউ এবং প্লেসমেন্ট ড্রাইভ’-এ কোম্পানিগুলি সরাসরি ৫০০০০-এরও বেশি চাকরিপ্রার্থীকে চাকরি দেবে। এছাড়া উত্তর প্রদেশের শিল্প নীতি এবং দক্ষতা উন্নয়নের মডেল তুলে ধরা হবে ‘এগজিবিশন প্যাভিলিয়ন’ বিভাগে।
এই মহাকুম্ভের মাধ্যমে হাজার হাজার যুবক-যুবতীর স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি, ভারতের মধ্যে উত্তরপ্রদেশ নিজের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.