সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস কেনাকাটায় ক্যাশব্যাক অফার৷ এই অফারে ১কোটি টাকাও আপনি পেয়ে যেতে পারেন৷ লাকি ড্র-র মাধ্যমে বেছে নেওয়া হবে এই পুরস্কার বিজেতাকে৷ ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই অফার৷ বৃহস্পতিবার সরকারিভাবে একথা ঘোষণা করেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত৷ যেটাকে বড়দিনের উপহার হিসেবেই দেখছেন অনেকে৷
LIVE: and – Christmas gifts for the nation: CEO,
Advertisement— PIB India (@PIB_India)
কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে ও দেশে ক্যাশলেস ইকনমি তৈরিতে উৎসাহ দিতেই কেন্দ্রের এই উদ্যোগ তা বলাই বাহুল্য৷ সরকারের এই খাতে খরচ হচ্ছে ৩৪০ কোটি টাকা৷ সরকারে এই লাকি ড্র অফারের কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জানানো হলেও একথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.