Advertisement
Advertisement
Delhi

‘মৃত্যুই সবচেয়ে সুন্দর’, লিখে ‘আত্মঘাতী’ দিল্লির তরুণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Young CA kills himself in Delhi
Published by: Subhodeep Mullick
  • Posted:July 30, 2025 9:42 pm
  • Updated:July 30, 2025 9:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আত্মঘাতী এক তরুণী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বেঙ্গলি মার্কেটের কাছে একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। মিলেছে সুইসাইড নোটও। সেখানে লেখা, ‘মৃত্যুই সবচেয়ে সুন্দর।’

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ধীরাজ কানসাল। বয়স ২৫ বছর। তিনি গুরগাঁওয়ের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। গত ২৮ জুলাই দিল্লির বেঙ্গলি মার্কেট এলাকার একটি গেস্ট হাউসে তিনি ‘চেক ইন’ করেন। অভিযোগ, সেখানে থাকার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি ‘চেক আউট’ করেননি। দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও ধীরাজ কোনও উত্তর দিচ্ছিলেন না বলে অভিযোগ করেছেন ওই গেস্ট হাউসের কর্মীরা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ধীরাজের দেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হিলিয়াম গ্যাস সেবনের মাধ্যমেই তাঁর মৃত্যু হয়েছে। কারণ, ধীরাজের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি হিলিয়ামের সিলিন্ডার।

এছাড়াও সেখানে মিলেছে একটি সুইসাইড নোটও। যেখানে লেখা, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখের অধ্যায় হল আমার জন্ম। মৃত্যুই হল সবচেয়ে সুন্দর। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কারও সঙ্গেই আমার কোনও গভীর সম্পর্ক ছিল না। আমার কোনও অনুশোচনা নেই। নেই কোনও অভিযোগ।’ ধীরাজের দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ