Advertisement
Advertisement
আধার কার্ড

আধার কার্ড দিয়েই জিতুন পুরস্কার নগদ ৩০ হাজার! চমকপ্রদ প্রতিযোগিতা

অংশগ্রহণের শেষ তারিখ ৮ জুলাই।

Your Aadhaar card can help you win up to Rs 30,000
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 27, 2019 7:02 pm
  • Updated:June 27, 2019 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার আধার কার্ডই এবার এনে দিতে পারে নগদ ৩০,০০০ টাকা৷ শুনে চমকে গেলেন? কিন্তু এটাই সত্যি৷ ‘মাই আধার অনলাইন’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে UIDAI। সংস্থার তরফে জানানো হয়েছে, আধার তালিকার আওতাভুক্ত ভারতের সমস্ত নাগরিকরাই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়। অংশগ্রহণের শেষ তারিখ ৮ জুলাই। ফাইনালিস্টদের ডেকে নেওয়া হবে আগস্ট ৩১ তারিখের মধ্যে।

Advertisement

প্রতিযোগিতার নিয়ম

আধার সম্পর্কিত ১৫টি অনলাইন পরিষেবার উল্লেখ রয়েছে UIDAI-এর ওয়েবসাইটে। জানা গিয়েছে, এই পরিষেবাগুলি সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও বানাতে হবে প্রতিযোগীদের। যার তৈরি ভিডিও সবচেয়ে আকর্ষণীয় হবে তিনিই পাবেন ৩০ হাজার টাকা।

জেনে নিন আধারের কোন ১৫ টি পরিষেবার উপর তৈরি করতে হবে ভিডিও:

১. আধার কার্ড ডাউনলোডের পদ্ধতি
২. আধার কার্ডের বর্তমান স্ট্যাটাস জানার পদ্ধতি
৩. নিকটস্থ আধার কেন্দ্রের সন্ধানের পদ্ধতি
৪. অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি
৫. অনলাইনের আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের পদ্ধতি
৬. অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার পাওয়ার পদ্ধতি
৭. হারানো ইআইডিবা ইউআইডি নম্বর ফিরে পাওয়ার পদ্ধতি
৮. অনলাইনে আধার কার্ড রি-প্রিন্টের পদ্ধতি 
৯. আইডি জেনারেটের পদ্ধতি
১০. বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার
১১. আধার কার্ডে ব্যবহৃত তথ্যের সত্যতা যাচাইয়ের পদ্ধতি 
১২.আধার কার্ড লক ও আনলক করার পদ্ধতি
১৩. ইমেল ও মোবাইল নম্বর পরীক্ষার পদ্ধতি
১৪. অনলাইনে যে কোনও আধার কার্ড পরীক্ষা পদ্ধতি
১৫. আধার কার্ডে ব্যবহৃত তথ্য পরিবর্তনের পদ্ধতি

ভিডিও তৈরির ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে UIDAI.

১. ভিডিওটির দৈর্ঘ্য হতে হবে ৩০ সেকেন্ড থেকে ১২০ সেকেন্ডের মধ্যে।

২. উপরোক্ত যে বিষয়টি নিয়েই ভিডিওটি তৈরি করুন, সেই পদ্ধতি যেন স্পষ্টভাবে বোঝানো থাকে ভিডিওটির মধ্যে।

৩. গ্রাফিক্যাল বা হোয়াইট বোর্ড অ্যানিমেশনে তৈরি করতে হবে ভিডিওটি।

৪. ভিডিওটি তৈরির পর সেটিকে ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইটে আপলোড করতে হবে। এরপর সেই ভিডিও-র লিংক পাঠিয়ে দিতে হবে UIDAI -এর ইমেল আইডি [email protected]এ। অন্য কোনও পদ্ধতিতে ভিডিও পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।

৫. ভিডিওটি অবশ্যই MP4, AVI, FLV, WMV, MPEG বা MOV ফরম্যাটে করতে হবে।

৬. অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের আধার কার্ডে দেওয়া তথ্যই ব্যবহার করতে হবে।

অর্থাৎ উপরোক্ত নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও তৈরি করে জমা দিলেই আপনিও পেয়ে যেতে পারেন  ৩০,০০০ টাকা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement