Advertisement
Advertisement
Youth unemployment rate

জুনে যুবসমাজে বেকারত্বের হারে রেকর্ড! মোদি সরকারের পরিসংখ্যানে ক্ষোভ বিরোধীদের

যুবসমাজের মধ্যে হতাশা বাড়ছে, কমছে কাজ চাওয়ার প্রবণতাও।

Youth unemployment rate rises to 15.3% in June, labour participation dips
Published by: Subhajit Mandal
  • Posted:July 17, 2025 9:05 am
  • Updated:July 17, 2025 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেবে সরকার। যদিও গত ১১ বছরে ‘জুমলা’ প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদি সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এতদিনেও সেই ছবিতে বিন্দুমাত্র বদল আসেনি। এবার সেই তথ্যই সামনে এল খোদ মোদি সরকারের রিপোর্টে।

Advertisement

যেখানে দেখা যাচ্ছে, দেশের যুবসমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশে যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ। ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের এই হার গত মে মাসে ছিল ১৫ শতাংশ। এই নিয়ে পরপর দু’মাস বেকারত্বের এই হার বাড়ল। কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশ করা তথ্য বলছে, জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে ১৮.৮ শতাংশে। গ্রামাঞ্চলে সংখ্যাটা ১৩.৮ শতাংশ। সেই সংখ্যাটাও সামান্য বেড়েছে।

কেন্দ্রের এই পরিসংখ্যানই দেশের বেকারত্বের করুণ ছবিটা প্রকাশ্যে এনে দিচ্ছে। যদিও বিরোধীদের দাবি, প্রকৃত বেকারত্বের ছবিটা আরও ভয়াবহ। কংগ্রেস বলছে, কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের নিয়ম অনুযায়ী, গোটা এক সপ্তাহে কোনও এক ব্যক্তি এক ঘণ্টার জন্যও যদি কোনও কাজ করে থাকেন, তাহলে তাঁকে বেকার বলে ধরা হয় না। অর্থাৎ এমন বহু যুবক-যুবতী আছেন যারা হয়তো নিয়মিত কাজ পাচ্ছেন না কিন্তু তাঁদের বেকার হিসাবে ধরা হয়নি।

কেন্দ্রের এই পরিসংখ্যান বলছে, বেকার যুবসমাজের মধ্যে হতাশা বাড়ছে। কাজ চাওয়ার প্রবণতাও কমছে। মে মাসে যেখানে ১৫-২৯ বছর বয়সিদের মধ্যে কোনও কাজে যুক্ত থাকা বা কাজ খোঁজার চেষ্টা করছিলেন ৪২.১ শতাংশ মানুষ। সেখানে জুন মাসে কাজ খোঁজার চেষ্টা করছেন মাত্র ৪১ শতাংশ। অর্থাৎ বাকি ৫৯ শতাংশ যুবক-যুবতী কাজ করার চেষ্টাও করছেন না। স্বাভাবিকভাবেই কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement