Advertisement
Advertisement

Breaking News

Youtuber Jyoti Malhotra

ঘোরাঘুরি, ভ্লগের আড়ালে ISI-এর চরবৃত্তি! গোয়েন্দাদের আতসকাচে জানুয়ারিতে জ্যোতির পহেলগাঁও সফর

Suspected Pakistani Spy: জ্যোতির পহেলগাঁও সফরের ঠিক তিনমাসের মধ্যেই কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলার বলি ২৬টি প্রাণ।

YouTuber Jyoti Malhotra’s Alleged Link to Pahalgam Attack
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 19, 2025 11:01 am
  • Updated:May 19, 2025 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরশত্রু বিভীষণ! চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে (YouTuber Jyoti Malhotra) নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে জ্যোতি পহলেগাঁও গিয়েছিলেন। ঠিক তার তিনমাস পরেই এই সবুজ উপত্যকা নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। বুলেটবৃষ্টিতে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। সূত্রের খবর, জ্যোতির সেই পহেলগাঁও ভ্রমনই এখন গোয়ান্দাদের আতসকাচের তলায়। তদন্তকারীরা মনে করছেন, পহেলগাঁও থেকে ঘুরে  আসার পর সেখানকার একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা ISI-কে পাচার করেছিলেন জ্যোতি।

Advertisement

জনপ্রিয় ইউটিউব ট্রাভেল ভ্লগার জ্যোতিকে পাক চরবৃত্তির অভিযোগে গত ১৭ মে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। অপারেশন সিঁদুর অভিযান চালাকালীন ISI-কে একাধিক তথ্য পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে জ্যোতির সঙ্গে যোগসাজস করে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে হরিয়ানা থেকেই এক কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ্যোতির সঙ্গে যোগ মিলেছে ওড়িশার পুরীর এক সুন্দরী ইউটিউবারেরও। তাঁর তত্ত্বাবধানেই গত বছরের সেপ্টেম্বরে জগন্নাথ মন্দির ও কোনারক মন্দির পরিদর্শন করেছিলেন জ্যোতি।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন পুলিশ সুপার উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা কি শুধুই কাকতালীয় যে চলতি বছরের জানুয়ারিতে জ্যোতি পহেলগাঁও এসেছিলেন। নাকি এর পিছনে অন্য কোনও ব্যাপার রয়েছে? ইতিমধ্যেই পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির যোগসূত্র মিলেছে। তাহলে কী পহলেগাঁওয়ের একাধিক তথ্য জ্যোতি দানিশকে দিয়েছিলেন?”

ভারতে কর্মরত পাক হাই কমিশনের আধিকারিক দানিশকে গত ১৩ মে চরবৃত্তির অভিযোগে ভারত থেকে বহিস্কার করা হয়। তার সঙ্গেই জ্যোতির (Youtuber Jyoti Malhotra) নিবিড় যোগসূত্র সামনে এসেছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, চরবৃত্তির জন্য জ্যোতিকে প্রশিক্ষণ দিয়েছিল দানিশ। এদিকে জ্যোতির তিনবার পাকিস্তানে যাওয়ার কথাও জানতে পেরেছেন গোয়েন্দারা। সেখানে আইএসআই-র একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জ্যোতির। তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৩.৭৭ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ১.৩৩ লক্ষ মানুষ। আর এই জনপ্রিয়তাকে সামনে রেখেই দেশের একাধিক জায়গায় ভ্রমণ করেছিলেন জ্যোতি। গোয়ান্দারা মনে করছেন, ভ্রমণগুলির পিছনে অন্য মতলব ছিল জ্যোতির। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার একাধিক তথ্য তিনি পাক গুপ্তচর সংস্থা ISI- কে পাচার করেছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিক নাশকতার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement