প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিল বানানোর জন্য গিয়েছিলেন ওড়িশার কোরাটপুর জেলার দুদুমা জলপ্রপাতের ধারে। কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়াল। প্রবল স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ইউটিউবারের। মৃতের নাম সাগর টুডু। বয়স ২২ বছর। তিনি ওড়িশার গঞ্জাম জেলার বেরহমপুরের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে সাগর এবং তাঁর এক বন্ধু অভিজিৎ বেহেরা ইউটিউবের জন্য রিল বানাতে গিয়েছিলেন দুদুমা জলপ্রপাতে। ড্রোন ক্যামেরার মাধ্যমে তাঁরা রেকর্ড করছিলেন। তখনই ঘটে যায় বিপত্তি। আচমকা পা পিছলে জলে পড়ে যান সাগর তারপরই তলিয়ে যান প্রবল স্রোতে। দুর্ঘটনার সময়কার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, জলপ্রপাতের মাঝখানে সাগর একটি পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রবল স্রোতের জেরে তিনি কিছুতেই ফিরতে পারছেন না। তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁর দিকে ছোড়া হচ্ছে দড়ি। কিন্তু তাতেও কোনও ফল হচ্ছে না। এরপরই পা পিছলে আচমকা তিনি জলে পড়ে যান এবং স্রোতের টানে ভেসে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও তার কোনও খোঁজ পাওয়া য়ায়নি বলে পুলিশ সূত্রে খবর। রবিবারের পর সোমবারও চলে তল্লাশি। তবে এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.