সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তানিষ্কের (Tanishq) ‘বিতর্কিত’ বিজ্ঞাপন নিয়ে দেশজুড়ে রীতিমতো বইছে আন্দোলনের ঝড়। হুমকি, এমনকী শোরুমে হামলার মতো ঘটনার সাক্ষী বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা। তবে শুধু সেই সংস্থাই নয়। ওই বিজ্ঞাপনকে সমর্থন করায় নেটদুনিয়ায় কটাক্ষের শিকার পুণের এক তরুণী। এমনকী তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ তিনি।
জারা পুণের বাসিন্দা। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে হিন্দু যুবককে বিয়ে করেছেন তিনি। বেশ সুখে শান্তিতে সংসার করছেন জারা পারোয়াল (Zara Parwal)। কংগ্রেসের সক্রিয় সদস্য হিসাবও পরিচিতি রয়েছে তাঁর। মুসলিম পরিবারের হিন্দু পুত্রবধূর সাধভক্ষণের অনুষ্ঠানে আয়োজন নিয়ে তৈরি তানিষ্কের ‘বিতর্কিত’ বিজ্ঞাপনটি দেখেন তিনি। ওই বিজ্ঞাপনই নাড়িয়ে দেয় তাঁকে। নেটদুনিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করেন তিনি। তানিষ্ককে সমর্থনও করেন।
This is for and who called for and have questioned “what if” religions were changed.
So here goes, my maiden name is Zara Farooqui and I am married to Nikhil Parwal since 2016. And these are our wedding pics.— Zara Raj Parwal (@ZParwal)
আর তারপর থেকেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার জারা। যদিও তিনি পাশে পান শশী থারুরকে।
So Hindutva bigots have called for a boycott of for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world — India?
— Shashi Tharoor (@ShashiTharoor)
তবে তা সত্ত্বেও হেনস্তার শেষ নেই। অভিযোগ, জারা এবং তাঁর পরিজনদের নেটিজেনদের একাংশ কুরুচিকর মন্তব্য করছে। এছাড়া তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে পুণেতে পুলিশের দ্বারস্থ হন তিনি। সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের ধরপাকড়ের চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.