শনিবার সকালে ধর্মতলায় উদ্ধার হওয়া বাজি।
অর্ণব আইচ: শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে নিষিদ্ধ বাজি-সহ গ্রেপ্তার তরুণ। মোট ৬০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জেনেছেন এই বিপুল বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল।
ধৃতের নাম মহম্মদ জিশান। বয়স ২৩ বছর। তিনি তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি। পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরণের নিষিদ্ধ বাজি যেমন কালী পটাকা, চকলেট বোম ইত্যাদি ছিল। তারপরই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে।
কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা। তা মিটলেই ছটপুজো। লম্বা উৎসবের মরশুম। এই সময় বেআইনি বাজি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। শহরজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর বাজি। অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন আবাসনে বৈঠক করেছে পুলিশ। আদালতের পর্যবেক্ষণ, বাজি ফাটানো নিয়ে নিয়ম বুঝিয়ে দিচ্ছেন অফিসাররা।
পুলিশ জানিয়েছে, ১৭ তারিখ পর্যন্ত পাটুলি থানা এলাকার ঢালাই ব্রিজ ও গড়িয়া মোড় থেকে মোট ১৩১৫ কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। বাঁশদ্রোণি এলাকায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৩৬ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। শহরজুড়ে তল্লাশি চালানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.