স্টাফ রিপোর্টার: চলতি মাসের ১৬ তারিখ রাজ্যে পালিত হবে ‘খেলা হবে দিবস’। এই জন্য প্রতিটি অনুমোদনপ্রাপ্ত ক্লাবকে ১৫ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার। রাজ্যের ১১৯ টি পুরসভা, ৬টি পুরনিগম, ৩৪৫ ব্লক ও কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড, জেলাসদর, জিটিএ, অনুমোদনপ্রাপ্ত ক্লাব, আইএফএ এবং অন্যান্য ক্লাবকে এই দিনটি পালনের জন্য বলা হয়েছে।
‘খেলা হবে দিবস’ পালনের জন্য নবান্নের তরফে জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব-সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। সব ক্লাবই ওই দিন ফুটবল-সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে।
প্রতিটি জায়গায় ‘খেলা হবে দিবস’ পালনের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করেছে ক্রীড়া দপ্তর। জানানো হয়েছে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.