স্টাফ রিপোর্টার: প্রতি বছরই রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। তথ্য তুলে ধরে বিধানসভায় এই দাবি করেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। বস্তুত, রাজ্যের উদ্যোগে বিদেশিদের উপযোগী পরিবেশবান্ধব ব্যবস্থাও যে বড় কারণ তা বলার অপেক্ষা রাখে না। মন্ত্রী জানান, গতবছর ৩২ লক্ষ পর্যটক এসেছিলেন।
এর মধ্যে বাংলাদেশি পর্যটক ১ লক্ষ ৮২ হাজার। বিদেশিদের ইকোফ্রেন্ডলি পরিবেশ, বিদেশিদের পছন্দের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার ফলে তাঁরা স্বাচ্ছন্দ্য পাচ্ছেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার পর্যটনমন্ত্রীর জবাব, এযাবৎ রাশিয়া, আমেরিকা, ইতালি, থেকে এখনও পর্যন্ত ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন পর্যটক এসেছেন।
বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের উত্তরে পর্যটন দপ্তরের মন্ত্রী পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে ও হচ্ছে। আগে রাজনৈতিক অস্থিরতার জন্য পর্যটকরা উত্তরবঙ্গে যেতেন না। ২০১১ সালে ক্ষমতায় আসার পরই এলাকার রাজনৈতিক পরিস্থিতি, সুরক্ষা নিশ্চিত হয়েছে, শান্তি বহাল হয়েছে। বিপুল সংখ্যক পর্যটক যাচ্ছেন। দার্জিলিং বা উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্সের মতোই বাংলার পর্যটনে নবতম জোয়ার এসেছে দিঘাকে ঘিরে। সেখানে জগন্নাথ মন্দির তৈরির পর প্রবলভাবে বিদেশি পর্যটকরা আসছেন। সে ব্যাপারে এখনই স্পষ্ট তথ্য না থাকলেও বিদেশি পর্যটকের সংখ্যা যে বাড়বে তা বলাই বাহুল্য।
মন্ত্রী এদিন জানান, ২০২৪-এর এপ্রিলে জঙ্গলমহলে একটি পর্যটন কেন্দ্র চালু করতে সক্ষম হয়েছে রাজ্য। এবং পরিসংখ্যান বলছে, ৮৭ শতাংশ ভর্তি থাকে। ওখান থেকে অযোধ্যা পাহাড়ে আধ ঘণ্টায় যেতে পারেন। এছাড়াও পর্যটন ব্যবসায় স্থানীয় উৎসাহীদের ১০০ শতাংশ সহায়তা দিচ্ছে। বিধায়কদের প্রশ্নের উত্তরে পর্যটন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ২০২১ থেকে রাজ্যে ১০২২ জন সার্টিফায়েড টুরিস্ট গাইড অর্থাৎ শংসাপত্র-সহ টুরিস্ট গাইড হয়েছেন। যা ভারতে এক নম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.