Advertisement
Advertisement

Breaking News

Human Trafficking gang

বিদেশে পাঠানোর নামে গুজরাটের পরিবারকে অপহরণ! কলকাতা থেকে ধৃত ২

গুজরাটের মানব পাচার গ্যাংয়ের এই টোপে পা দিয়ে অপহৃত হয় দুই নাবালক-সহ ৫ জন।

2 arrested in Gujarat Human Trafficking gang

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:July 10, 2025 2:36 pm
  • Updated:July 10, 2025 2:36 pm  

অর্ণব আইচ: মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট এবং ভিসা, বিদেশে যাত্রার সুযোগ! গুজরাটের মানব পাচার গ্যাংয়ের এই টোপে পা দিয়ে অপহৃত হয় দুই নাবালক-সহ ৫ জন। সেই মানবপাচার গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করল রবীন্দ্র সরোবর থানা।

Advertisement

গুজরাটের এক গ্রামের বাসিন্দা দুই মহিলা, এক পুরুষ ও তাঁদের ৫ এবং ৭ বছরের দুই নাবালক। লক্ষ্য ছিল কানাডা পাড়ি দেওয়া। সেই লক্ষ্যপূরণে গুজরাটের ওই গ্যাংকে মোটা টাকা দিয়েছিল তারা। সূত্রের খবর, কেরল-লুধিয়ানা থেকে এই গ্যাংয়ের কাজ পরিচালনা করা হত। কথা ছিল, প্রথমে তাদের থাইল্যান্ড ব্যাঙ্ককে নিয়ে যাওয়া হয়। কথা ছিল, সেখানে তাঁদের ভিসা ও পাসপোর্ট বানিয়ে কানাডায় পাঠানো হবে। কিন্তু সেই উদ্দেশ্যপূরণ হয়নি। সেখান থেকে কলকাতায় আনা হয় চারজনকে। এখানকার এক হোটেলেও রাখা হয়। এরপর পাসপোর্ট, ভিসা বানানোর জন্য ১৫ লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করে ওই পরিবার। বলে, কী নথি বানাচ্ছে, গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে প্রমাণ চায় তারা। বেগতিক বুঝে হোটেল থেকে সরিয়ে পরিবারকে কল্যাণী রোডের পাশে এক আখড়ায় আটকে রাখা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

ধৃতরা হল ৪২ বছরের সমীর দাস এবং ৩৫ বছরের যোগেশ্বর কামাত। জানা গিয়েছে, কল্যাণী রোডের পাশে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল গুজরাটের পরিবারটিকে, সেই বাড়ির মালিক সমীর। আরেক ধৃত যোগেশ্বর অপহরণ ষড়যন্ত্রের অন্যতম অংশ ছিল। গাড়ির চালক হিসেবে কাজ করেছিল সে। পাশাপাশি রবীন্দ্র সরোবরে যে হোটেলে পরিবারটিকে রাখা হয়েছিল, সেই হোটেলেও বুক করেছিল যোগেশ্বরই। তাদের হেফাজতে নিয়ে গ্যাংয়ের মূল চক্রীর বিষয়ে হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement